কুমন্ত্রণা
নিশি স্বপন দেশে যখন পুলকিত কবির বেশে ঘুরি,
তখন সহসা স্মরি যেতে কাজে।
কর্ণ-ধারে এ্যালার্ম চেচাঁয় ছ'টা বাজে, ওঠ!
রেগে ঘুম ত্যাজে, ক্রিম,তৈলে সেজে-গুজে গুনি অফিস-পথ।
পথ-মাঝে স্মরি ভুলে হাতঘড়ি ঘরে;
খাওয়া হয়নি রুটি,দুধ ও শরবত।
বাসে ছড়ে আসা,
আর এখন তো শুধু কাজের প্রতি ভালোবাসা।
ফের কর্ম মাঝে যব যোহর,
শুনি আযান ধ্বনি মধু মনোহর।
প্রায় যাচ্ছিলাম,
ডাকছিলেন আমার প্রভু যে,
অসহায় নথি গুলোর সই হীন পরিণতি দেখে যাওয়াও আর হলোনা।
গা'য়েব এক কুমন্ত্রণার ছলনায়।
বসের ডাকেও দিতে হলো সাড়া যে জরুরী আলোচনায়।
এইতো শেষ মিটিং
ফের ছুটি, তাই গুটি যাবতীয় ফাইল সব।
হবে দেহে এবার বুঝি একটু স্বস্তির অনুভব।
যেতে যেতে পথে শুনি সুললিত বাণী শুধুই,
খুঁজে আর সুর্যালোও পায়না।
যেয়ে ফের ঘরে লোডশেডিং এর ঘোরে দেখাও হয়নি আয়না।
ভাবি পলে পলে কার এই কুমন্ত্রণা?
কেন এই ধোঁকা পায়?
কে সে ?, কার ইন্দ্রজালে মোরে আজ জড়াতে চায়?
কোন সে রতন-রাজির তরে আজ মোরে যাদুর শিকল পড়াতে চায়?
সে থাকে দূরে বিভুর বর হতে, "শয়তান" নামটি নিয়ে।
আমার নৈতিকতাবোধ ফের বলে আমায় গিয়ে।
তখন সহসা স্মরি যেতে কাজে।
কর্ণ-ধারে এ্যালার্ম চেচাঁয় ছ'টা বাজে, ওঠ!
রেগে ঘুম ত্যাজে, ক্রিম,তৈলে সেজে-গুজে গুনি অফিস-পথ।
পথ-মাঝে স্মরি ভুলে হাতঘড়ি ঘরে;
খাওয়া হয়নি রুটি,দুধ ও শরবত।
বাসে ছড়ে আসা,
আর এখন তো শুধু কাজের প্রতি ভালোবাসা।
ফের কর্ম মাঝে যব যোহর,
শুনি আযান ধ্বনি মধু মনোহর।
প্রায় যাচ্ছিলাম,
ডাকছিলেন আমার প্রভু যে,
অসহায় নথি গুলোর সই হীন পরিণতি দেখে যাওয়াও আর হলোনা।
গা'য়েব এক কুমন্ত্রণার ছলনায়।
বসের ডাকেও দিতে হলো সাড়া যে জরুরী আলোচনায়।
এইতো শেষ মিটিং
ফের ছুটি, তাই গুটি যাবতীয় ফাইল সব।
হবে দেহে এবার বুঝি একটু স্বস্তির অনুভব।
যেতে যেতে পথে শুনি সুললিত বাণী শুধুই,
খুঁজে আর সুর্যালোও পায়না।
যেয়ে ফের ঘরে লোডশেডিং এর ঘোরে দেখাও হয়নি আয়না।
ভাবি পলে পলে কার এই কুমন্ত্রণা?
কেন এই ধোঁকা পায়?
কে সে ?, কার ইন্দ্রজালে মোরে আজ জড়াতে চায়?
কোন সে রতন-রাজির তরে আজ মোরে যাদুর শিকল পড়াতে চায়?
সে থাকে দূরে বিভুর বর হতে, "শয়তান" নামটি নিয়ে।
আমার নৈতিকতাবোধ ফের বলে আমায় গিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১২/২০১৪নামাজ আমার হইলো না আদায়।......................
-
অনিরুদ্ধ বুলবুল ১২/১২/২০১৪শয়তানের 'কুমন্ত্রণা' থেকে নিরাপদ থাকুন।
অভিনন্দন ও প্রভাতি শুভেচ্ছা নিন - -
মোঃ ওমর ফারুক ১১/১২/২০১৪চমৎকার...