ওরা আসে ২য়
মালয় অনিল ওরা বারিদের বেগে,
এসেই ডরের ডাকে হাঁকে, মেঘে মেঘে।
ওরা ভয় ভরা পয়ঃ, ঝরে ঝর ঝর,
বাজে, আজি তনু মোর কাঁপে থরথর।
রিম ঝিম জল ধারা!
ঠান্ড ডরে দিশেহারা,
নীর ঝরা আজ ডরে জাগে, তরু তন।
আসে ওরা আষাড়ের
আধঁরের ক্ষণ।
এসেই ডরের ডাকে হাঁকে, মেঘে মেঘে।
ওরা ভয় ভরা পয়ঃ, ঝরে ঝর ঝর,
বাজে, আজি তনু মোর কাঁপে থরথর।
রিম ঝিম জল ধারা!
ঠান্ড ডরে দিশেহারা,
নীর ঝরা আজ ডরে জাগে, তরু তন।
আসে ওরা আষাড়ের
আধঁরের ক্ষণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মাসউদ ১১/১২/২০১৪প্রকৃতিক রূপ,সুন্দৌর্য কে ভয় বুঝিয়ে ওরা বলে সম্বোধন করা হয়েছে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১২/২০১৪আসলে এই ওরা কারা?