কতনা যাদুগো
'আল্লাহ' নামেতে কতনা
যাদু গো! দেখো ছেড়ে
বদ কাজ,
জ্বপলে হাজার ক্লান্তি
মাঝারে হৃদে বাজে প্রেমবাজ।
নিত্য যে হৃদি ধরণি পিরিতে মজে ভজে ধন-পাও,
আজি সাঝি বসে
একটু প্রভুরো নাম গুণগান গাও।
তিনিযে ঊষার আদিত্য দ্যূতি,
সিক্ত শিশীর দাতা,
সে ঊষা উঠোগো
লুটিতে সুজুদে ঝুঁকাতে তোমার মাথা।
হিমাদ্রি দেখ কতযে উঁচুতে, যারি পরে মেঘমালা,
মেঘের উপরে অজানা
শূণ্য সৃজিলযে খোদা তা'য়ালা।
না দূরে সে খোদা,
আসবে সকাশে যদি জ্বপো তারি নাম,
তিনিতো তোমারি অতি
কাছাকাছি মনু মাসাজিদ ধাম।
যে ঘরে রজনি দিবসে আজান গাহিল মুয়াজ্জিন,
ছুটোনা জলদি
শুনে সে কন্ঠ বনে আজ
বাঁধাহীন।
সে বাঁধ ভাঙবে
পবিত্র তারি নামখানি
জ্বপে জ্বপে।
ধনু,তনু আশা ত্যাজোগো আজিকে
তারি এশকের তপেঃ।
যে তপেঃ নবীজি
মজে হেরা গা'রে
পেয়েছে এলাহি নূর,
সে নূরে হোকনা তোমারি দু'আঁখি
শোভমিত,ভরপুর।
যাদু গো! দেখো ছেড়ে
বদ কাজ,
জ্বপলে হাজার ক্লান্তি
মাঝারে হৃদে বাজে প্রেমবাজ।
নিত্য যে হৃদি ধরণি পিরিতে মজে ভজে ধন-পাও,
আজি সাঝি বসে
একটু প্রভুরো নাম গুণগান গাও।
তিনিযে ঊষার আদিত্য দ্যূতি,
সিক্ত শিশীর দাতা,
সে ঊষা উঠোগো
লুটিতে সুজুদে ঝুঁকাতে তোমার মাথা।
হিমাদ্রি দেখ কতযে উঁচুতে, যারি পরে মেঘমালা,
মেঘের উপরে অজানা
শূণ্য সৃজিলযে খোদা তা'য়ালা।
না দূরে সে খোদা,
আসবে সকাশে যদি জ্বপো তারি নাম,
তিনিতো তোমারি অতি
কাছাকাছি মনু মাসাজিদ ধাম।
যে ঘরে রজনি দিবসে আজান গাহিল মুয়াজ্জিন,
ছুটোনা জলদি
শুনে সে কন্ঠ বনে আজ
বাঁধাহীন।
সে বাঁধ ভাঙবে
পবিত্র তারি নামখানি
জ্বপে জ্বপে।
ধনু,তনু আশা ত্যাজোগো আজিকে
তারি এশকের তপেঃ।
যে তপেঃ নবীজি
মজে হেরা গা'রে
পেয়েছে এলাহি নূর,
সে নূরে হোকনা তোমারি দু'আঁখি
শোভমিত,ভরপুর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আহমাদ সাজিদ ০৯/১২/২০১৪ভালো লাগল।
-
মোঃ আবদুল করিম ০৯/১২/২০১৪খুব খুবই ভালো লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/১২/২০১৪সুন্দর আপনার গীতি কবিতাটি। ভালো লাগলো।
প্রথম লেখা তাই আপনাকে আসরে স্বাগতম। অনেক ভালো থাকবেন।