মুখোমুখি দুজন
মুখোমুখি দুজন বসা আর তো নেই কেউ
চোখে চোখে কথা বলা আবেগের ঢেউ ।
আঁকির ভাষায় দুজনাতে জীবন বিনিময়
চাইতো আমি এইটুকু সুখ আরতো নেই কিছু নয়
নির্ঝরণীর ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে
লোচন বৃষ্টি থেমে গিয়ে সুখের অর্ক হাসে...।
ভালোবাসার আনন্দতার সৌন্দর্যের প্রবাসে
স্পর্শের এক অচেনা শান্তির-অথই সাগরে
আলিঙ্গনে দুজন আবদ্ধ হয়ে
সমস্ত বাসনার ডিঙ্গিতে চড়ে দোল খেতে খতে
দুজনার মাঝে দুজন যাই হারিয়ে...
বুকের সাথে বুক মিলিয়ে ঠোঁটের সাথে ঠোঁট
পাইনি আমি স্বর্গ খুঁজেও এমন পরম সুখ ।
চোখে চোখে কথা বলা আবেগের ঢেউ ।
আঁকির ভাষায় দুজনাতে জীবন বিনিময়
চাইতো আমি এইটুকু সুখ আরতো নেই কিছু নয়
নির্ঝরণীর ঢেউয়ের বুকে নৌকা আমার ভাসে
লোচন বৃষ্টি থেমে গিয়ে সুখের অর্ক হাসে...।
ভালোবাসার আনন্দতার সৌন্দর্যের প্রবাসে
স্পর্শের এক অচেনা শান্তির-অথই সাগরে
আলিঙ্গনে দুজন আবদ্ধ হয়ে
সমস্ত বাসনার ডিঙ্গিতে চড়ে দোল খেতে খতে
দুজনার মাঝে দুজন যাই হারিয়ে...
বুকের সাথে বুক মিলিয়ে ঠোঁটের সাথে ঠোঁট
পাইনি আমি স্বর্গ খুঁজেও এমন পরম সুখ ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০২/২০১৭
-
এম এস সজীব ৩০/১০/২০১৬সুন্দর
-
মোবারক হোসেন ২০/০৭/২০১৬ভাল।
-
মনীষ তালধী ২০/০৭/২০১৬দারুন হয়েছে
-
স্বপ্নময় স্বপন ১৯/০৭/২০১৬চমৎকার !! কবিতা রাজ্যের নতুন পালক! বর্ণিল সংযোজন !
-
ফয়েজ উল্লাহ রবি ২৫/০৬/২০১৬বানান গুলো দেখে নিন।
আঁকির>আঁখির
খেতে খতে>খেতে খেতে
কাছাকাছি থেকো