অবহেলিত অনুভূতি
অযত্ন অবহেলায় অনুভূতিগুলো নিষ্প্রাণ
স্বপ্নের মেঘেরা অগ্নি লাভা হয়ে জ্বলছে,
রক্তেরা বিদ্রোহ করছে অধিকার আদায়ে
পুরোটা পথ আমি একলা অসহায়।
অযত্নে অবহেলায় স্বপ্নেরা বেড়ে উঠছে
আত্মার প্রাসাদে করিডোর বেয়ে আসছে মৃত্যু,
অপ্রস্তুত ছন্নছাড়া হয়ে জীবন চলছে হেলেদুলে
অযত্ন অবহেলায় অনুভূতিগুলো নিষ্প্রাণ।
স্বপ্নের মেঘেরা অগ্নি লাভা হয়ে জ্বলছে,
রক্তেরা বিদ্রোহ করছে অধিকার আদায়ে
পুরোটা পথ আমি একলা অসহায়।
অযত্নে অবহেলায় স্বপ্নেরা বেড়ে উঠছে
আত্মার প্রাসাদে করিডোর বেয়ে আসছে মৃত্যু,
অপ্রস্তুত ছন্নছাড়া হয়ে জীবন চলছে হেলেদুলে
অযত্ন অবহেলায় অনুভূতিগুলো নিষ্প্রাণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১১/০৪/২০১৭অবহেলা এমনই
-
মেহেদী হাসান (নয়ন) ১১/০৪/২০১৭সত্যি খুব ভাল লাগল.....
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৪/২০১৭খুব ভালো।
-
দ্বীপ সরকার ১১/০৪/২০১৭ভালো লাগলো।
-
আরিফ মুহাম্মদ ১১/০৪/২০১৭কবি শুভেচ্ছা নিবেন। অনুভূতি গুলো ভাবনার পেছনা খরচ করুন তাহলে নিশ্চয় আরো ভালো লেখা আমরা পাব। ধন্যবাদ কবি সুন্দর লেখার জন্য।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৪/২০১৭ওহ! দারুণ এক অনুভুতি মাখা
অভিব্যিক্ত।