তুষের আগুনে ফুঁ টা না দিলে কি হয় না
অনেক অনেক বছর পর তোমার সাথে কথা হল! জানি না আবার কত বছর পর তোমার দেখা পাব!!! তুমি আর আমি পৃথিবী আর মঙ্গল গ্রহের মত টানাপোড়ন
মাঝে মাঝে এসে আমাকে না খুছালেই পার। কিছু সময় ভাল কাটে ঠিকি। কিন্তু বাকি সময়টা যে বেশি যন্ত্রনাদায়ক হয়।
হঠাৎ করে যখন এসে খুছাটা দাও, তখন হৃদয়টা হাউমাউ করে কেদে উঠে! তুমি কি বুঝতে পার না, ফোন রিসিভ করে অনেক্ষণ নীরব থাকার মানে? কষ্ট হয়, বড় কষ্ট হয়। ইচ্ছে করে নীরব থাকি তা নয়। কষ্টে বুক ব্যাথা হয়ে যায়, তাই সহজে মুখ দিয়ে বুলি আওড়াতে পারি না।
তুমি তো আর তা বুঝবে না। কারণ তুমি তো মঙ্গল গ্রহের প্রাণীর মতই। মনে হয় না তোমার অনুভুতি নামক কিছু আছে। কষ্ট হতে হতে আস্তে আস্তে ব্যাপারটা সয়ে যায়। তোমারও হইত সয়ে গেছে। খুব রাগ হয়। কখনো তোমার উপর। কখনো বা নিজের উপর।
মাঝে মাঝে এসে আমাকে না খুছালেই পার। কিছু সময় ভাল কাটে ঠিকি। কিন্তু বাকি সময়টা যে বেশি যন্ত্রনাদায়ক হয়।
হঠাৎ করে যখন এসে খুছাটা দাও, তখন হৃদয়টা হাউমাউ করে কেদে উঠে! তুমি কি বুঝতে পার না, ফোন রিসিভ করে অনেক্ষণ নীরব থাকার মানে? কষ্ট হয়, বড় কষ্ট হয়। ইচ্ছে করে নীরব থাকি তা নয়। কষ্টে বুক ব্যাথা হয়ে যায়, তাই সহজে মুখ দিয়ে বুলি আওড়াতে পারি না।
তুমি তো আর তা বুঝবে না। কারণ তুমি তো মঙ্গল গ্রহের প্রাণীর মতই। মনে হয় না তোমার অনুভুতি নামক কিছু আছে। কষ্ট হতে হতে আস্তে আস্তে ব্যাপারটা সয়ে যায়। তোমারও হইত সয়ে গেছে। খুব রাগ হয়। কখনো তোমার উপর। কখনো বা নিজের উপর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১১/২০১৪আবেগ আর আবেগ। বেশ আবেগময় লেখাটা ভালো লাগলো।
-
অনিরুদ্ধ বুলবুল ০৭/১১/২০১৪অভিমানের কথাগুলো বেশ কায়দা করে বলে গেলেন!
আবহটা ভালই লাগলো।
কয়েকটা বানান ঠিক করে নিন: খোছা>খুচা/খোচা, হইত>হয়তো, টানাপোড়ন>টানাপোড়েন...
ধন্যবাদ। -
অ ০৭/১১/২০১৪বেশ অনুভূতিময় । ভালো লাগল ।
-
জমাতুল ইসলাম পরাগ ০৬/১১/২০১৪গল্পের নামে কবিতা পড়লাম ভাই।
আসলে প্রিয় মানুষেরা এমনি খালি খোঁচায়, খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে।