www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এরই নাম বুঝি পরিবর্তন

যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন সকাল হলেই ব্যস্ত হয়ে পড়তাম কিভাবে স্কুল গিয়ে প্রথম বেঞ্চে বসব। একটা প্রতিযোগিতা থাকত কার আগে কে পড়া দিতে পারত এবং পড়া লিখে দিতে পারত। :)

হাই স্কুলে যখন পড়তাম তখন এত টেনশন থাকত না। কোনমতে ক্লাস শুরু হওয়ার আগে গিয়ে বন্ধুর রাখা যায়গায় গিয়ে বসতাম আর রাজ্যের যত দুষ্টামি শুরু হত। B-)

এর মধ্যে অষ্টম শ্রেণিতে উঠার পর একটা অতিরীক্ত কাজ ছিল! কারণ অষ্টম শ্রেণি থেকে ক্লাসে ছেলে-মেয়ে একসাথে ক্লাস করানো হত। সুতরাং একটু উকি ঝুকি আর চোখ না মারলে কি আর হয়! ;)

মজার লাইফ হল কলেজ লাইফ! যদিও আমার জন্য মজার না। সকাল ৯টায় ঘুম থেকে উঠা। ১০টায় কলেজে ক্লাস শুরু! পরিষ্কার হয়ে সাড়ে ১০টার দিকে ক্লাসে পৌছতাম! গাছতলায় আর বাঁশতলায় নিজে না বসলেও বন্ধু বান্ধবধীর আড্ডা দেখে মনে মনে মজা পেতাম! মেয়েদের সাথে কথা বলতাম না বললেই চলে। তবে ছেলে বন্ধুদের সাথে যথেষ্ট দুষ্টামি করতাম। জোড়া জোড়া কপোত কপুতি দেখলে চোখের কোণা দিয়ে একটু একটু দেখতাম! :-*

আর ভার্সিটি লাইফের কথা জানতে চাহিয়া লজ্জা দিবেন না। এর পরিবেশ বর্ণনা করার ক্ষমতা আমার নাই। :P

মানুষ নামের জীবগুলো বড়ই আজব। এরই নাম বুঝি পরিবর্তন.....
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৭/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জোছনা ভেজা মন ১৫/০৭/২০১৪
    স্মৃতি রোমন্থন ভালো লাগলো
  • কবি মোঃ ইকবাল ১৪/০৭/২০১৪
    বেশ ভালো লাগলো আপনার অতীতের জীবনকথা।
    • নির্জন ২১/০৭/২০১৪
      ধন্যবাদ।
 
Quantcast