সামাজিক যোগাযোগ সাইট হোক রাজনীতির কালোছায়া মুক্ত
যখন নতুন নতুন এই ভার্চূয়াল জগতে এসেছিলাম তখন ছিল না এত ত্যানাপ্যাচা আর রাজনীতি। বিশেষ করে ফেইসবুকের বিষয়টা। ফেইসবুক টুইটর এইসব সামাজিক যোগাযোগ সাইট। কিন্তু হঠাৎ করে এইসব কিছু হয়ে উঠল রাজনীতির ঘোড়া!
লাভটা কি হল? সংঘাত আর রেষারেষি। অশান্তির কালো ছায়া ছেয়ে যেত লাগল দেশে। একটা গান আছে, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম.............
সত্যিই আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। কাজ কাম সেরে অনলাইনে আসতাম। সবাই সবার খোজ খবর নিতাম। সবাই সবার সাথে সুখ দুঃখের বিষয়গুলো শেয়ার করত। এখন পরিবেশটা কেমন বিষিয়ে উঠেছে। আগের মত আর ভাল লাগে না। তাই খুব কম আসা হয়। থাকলেও রেসপন্স করা হয় না।
ইসস... আবার যদি ফিরে পেতাম সেই স্বাধীনতা.........
লাভটা কি হল? সংঘাত আর রেষারেষি। অশান্তির কালো ছায়া ছেয়ে যেত লাগল দেশে। একটা গান আছে, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম.............
সত্যিই আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। কাজ কাম সেরে অনলাইনে আসতাম। সবাই সবার খোজ খবর নিতাম। সবাই সবার সাথে সুখ দুঃখের বিষয়গুলো শেয়ার করত। এখন পরিবেশটা কেমন বিষিয়ে উঠেছে। আগের মত আর ভাল লাগে না। তাই খুব কম আসা হয়। থাকলেও রেসপন্স করা হয় না।
ইসস... আবার যদি ফিরে পেতাম সেই স্বাধীনতা.........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আশিকুজ্জামান সৈয়দ ( আশিক) ২১/০৬/২০১৭ধন্যবাদ আপনার লেখার জন্য।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৭/১০/২০১৩সত্যিই আপনি একটি উচিত কথা বলেছেন।আসলেই এখন ফেইসবুকে আগের সেই উচ্ছলতা প্রানবন্ত পরিবেশ নেই।আমরা আসলেই আমরা সেই আগের দিনগুলো মিস করি।ধন্যবাদ আপনার লেখার জন্য।
-
সুবীর কাস্মীর পেরেরা ১২/১০/২০১৩ভয় পেয়ে পিছিয়ে গেলে পরাজয়। এসবের মাঝেই চলতে হবে। মানুষ আঘাত করবে, দুঃখ দিবে। তাই বলে কি ভয় পাব? না। এইটাই জীবন সংগ্রাম। এসো বন্ধু খারাপের মাঝে কিছু ভাল মানুষ আছে, তাদের খুজে ফিরি।