অবুঝ প্রেম
ছোড বেলায় ইস্কুল থেকে আসার সময় তোমার পেছন পেছন আসতাম! তোমাকে কিছু বলব বলে। কিন্তু একি আমার মত যে তোমার .......... আরও আছে!
তারাও পিছু পিছু আসত। আর তোমাকে কত্ত রকম কমেন্ট করত! ঐসব শোনে কেন জানি আমার গা জ্বলত!
তুমি চুপ করে সব সহ্য করে হেটে চলে যেতে। কিন্তু কেউ অতিরিক্ত কিছু বললে তাকে ঝাড়ি দিতে।
আর সেই ঝাড়ির ভয়ে আমি সারা পথ ধরে যে কথাগুলো বলব বলে মনে মনে আবৃতি করে আসতাম তা সব ভুলে যেতাম!
সেই ভয়ে আজও তোমায় বলা হল না ভালবাসি!
তারাও পিছু পিছু আসত। আর তোমাকে কত্ত রকম কমেন্ট করত! ঐসব শোনে কেন জানি আমার গা জ্বলত!
তুমি চুপ করে সব সহ্য করে হেটে চলে যেতে। কিন্তু কেউ অতিরিক্ত কিছু বললে তাকে ঝাড়ি দিতে।
আর সেই ঝাড়ির ভয়ে আমি সারা পথ ধরে যে কথাগুলো বলব বলে মনে মনে আবৃতি করে আসতাম তা সব ভুলে যেতাম!
সেই ভয়ে আজও তোমায় বলা হল না ভালবাসি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১২/১০/২০১৩মানুষের মন বদলাতে কয়েক দিন বা বছর লাগেনা।লাগে শুধুমাত্র কয়েকটি মুহূর্ত।এই কয়েকটি মুহূর্তে আপনি আপনাকে যথাযথ ভাবে উপস্থাপন করতে পারলেই আপনি মনে করুন আপনি সফল।থাক না তার বয়ফ্রেন্ড তাতে কি হয়েছে? আপনি আপনার মতো করে চেষ্টা চালান।আপনার কি যোগ্যতা তা তার সামনে তুলে ধরুন।বলতে হবেনা ভালবাসি শুধু নিজেকে যথাযথ ভাবে একবার উপস্থাপন করুন, দেখবেন আপনি একদিন না একদিন সফল হবেন ই।সেই প্রত্যাশা সবসময়।ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।
-
Înšigniã Āvî ০৮/১০/২০১৩আর দেরি করবেন না.... আজ, এখুনি বলে দিন
-
אולי כולנו טועים ০৮/১০/২০১৩আজ বলুন না ?
-
সুবীর কাস্মীর পেরেরা ০৮/১০/২০১৩আজ বলতে পাববেন তো???