তৃষা
তৃষিত পরানে জল কে দিবে ঢালি?
বকুল পানে চেয়ে কেবল দুষ্ট
হাসে অলি।
জৈষ্ঠ্য মাসে দারুন তৃষা চাতক
পাখিরগানে।
বৃষ্টি এসে ঢালে জল চাতক পাখির
পানে।
আমি তো আর চাতক নই,করি না তাই
বৃষ্টি জলের আশা।
তাই বুঝি আজও পিপাসার্ত ,
বুকে দারুন তৃষা ।
বকুল পানে চেয়ে কেবল দুষ্ট
হাসে অলি।
জৈষ্ঠ্য মাসে দারুন তৃষা চাতক
পাখিরগানে।
বৃষ্টি এসে ঢালে জল চাতক পাখির
পানে।
আমি তো আর চাতক নই,করি না তাই
বৃষ্টি জলের আশা।
তাই বুঝি আজও পিপাসার্ত ,
বুকে দারুন তৃষা ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mahfuza Sultana ১১/০৭/২০১৪স্বাগতম ।প্রথম প্রয়াস দারুন হয়েছে ।
-
আসগার এইচ পারভেজ ০৭/০৭/২০১৪আমার বুকেও দারুন তৃষা এমন ভালো ভালো আরও কবিতা পড়ার জন্য.....
-
কবি মোঃ ইকবাল ০৭/০৭/২০১৪বাহ্! দারুন লাগলো কবি। অনন্য ভাবনায় লিখেছেন। খুব ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।।।।
-
রামবল্লভ দাস ০৭/০৭/২০১৪ভালো লাগলো ।।
-
দেবকুমার দাস ০৭/০৭/২০১৪্ভাললাগল আপনার কবিতা।ধ্ন্নবাদ নেবেন