www.tarunyo.com

সময়

মাঝে মাঝে সময় এত দুঃসহ হয়ে আসে ভীষণ
ভাবে পৃথিবীকে অসহ্য লাগে ইচেছ করে সব সব
ছেড়ে পালাই জীবনটা মনে হয় হাজার ওজনের
বোঝা তখন কিছুই আর ভালো লাগে না কিছুই আর
ভালো লাগাতে পারি না আমাদের চাওয়ার
দেয়াল গুলো এত কঠিন কেন চাইলেই কেন জীবন অসম্ভব হয়ে উঠে অসহ্য হয়ে উঠে অনেক কিছু
লিখতে ইচ্ছে করছে কিন্তু ভেতরের
চেপে থাকা আর্তনাদ আরো তীব্র
ভাবে চিৎকার করে চলেছে|
বিষয়শ্রেণী: তথ্যপ্রযুক্তি
ব্লগটি ৮৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৪

 
Quantcast