www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোর নতুনে আমার ভবিষ্যৎ

যা! বুকের মধ্যে খামচি মেরে-
এক মুঠো তেজস্কর ভালবাসা দিলাম
যতন করে রাখিস,
যদিও ধূলোপড়া পিছনে-
তোর থেকেই সঞ্চয় করেছি এসব।
জখমের ব্যাথায় ঝরা রক্ত-
দিলাম এক বোতল,
তোর রঙ্গিন দিনের স্বপ্ন আঁকিস!
আমার, বিরহের তিক্ত কালো পানিয় আছে
এ দিয়েই আমি আমার-
ভবিষ্যত আঁকবো।
এই অবেলার বসন্তে কৃষ্ণচূড়ার লাল রঙ-
তোকে দিলাম,
তোর পায়ের আলতা বানিয়ে নিস!
নূপুরের আওয়াজ তোর নতুন'কেই শোনাস,
আমার ফাল্গুনে উদাস দিনের-
ঝরাপাতার মরমর ধ্বনি'ই যথেষ্ট।
তবে যাবার আগে-
একবার বলে যাস,
একটুও কি ভালবাসিসনি আমায়_!??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ০৭/০৫/২০১৬
    সুন্দর লাগলো কবিতা, শুভেচ্ছা কবিবর।
  • শ্রীরূপা লাহিড়ি ০২/০৫/২০১৬
    ভাল লিখেছেন।
  • মোবারক হোসেন ২৬/০৪/২০১৬
    ভাল
  • হিরণ্য হারুন ২৩/০৪/২০১৬
    ভালো লাগলো
  • সুন্দর হয়ছে
    • আল মামুন ২৮/০৪/২০১৬
      অনেক ধন্যবাদ আপনাকে ।
      কবির জন্য অফুরন্ত ভালোবাসা রইলো ।
      কবির সুস্থ সুন্দর সুখময় দীর্ঘায়ু জীবন কামনা করছি ।
  • জয় শর্মা ২২/০৪/২০১৬
    খুব সুন্দর উপমা, বেশ ভালো কবিতা।
    • আল মামুন ২৮/০৪/২০১৬
      কবির মন্তব্যে উৎসাহিত হলাম ।
      কবির জন্য অফুরন্ত ভালোবাসা রইলো ।
      খুব ভালো থাকুন সবসময় ।
 
Quantcast