মানবতা
জীবন প্রদীপের জ্বালানি এতো কম কেনো??! আর মানুষের
মস্তিষ্ক গুলো এতো উগ্র কেনো?!!
মানবতা তোর এই পৃথিবীতে থাকার কোন অধিকার নেই! যা
তুই নিপাত, বেঁচে থাকুক শুধু অনির্ণীত উচ্ছৃঙ্খল!!!
মস্তিষ্ক গুলো এতো উগ্র কেনো?!!
মানবতা তোর এই পৃথিবীতে থাকার কোন অধিকার নেই! যা
তুই নিপাত, বেঁচে থাকুক শুধু অনির্ণীত উচ্ছৃঙ্খল!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৮/০২/২০১৬
-
সমরেশ সুবোধ পড়্যা ১৯/১২/২০১৫হতাশা কুরে কুরে খায়,
মানবতা ধ্বংস হয়,
নতুন দিগন্তের আশায় .... -
সাইফুল ইসলাম (bdlooks24.com) ১৫/১২/২০১৫Right.......
-
এস, এম, আরশাদ ইমাম ১২/১২/২০১৫বেদনা নীল হয়ে আছে লেখাটি। বিন্দুর মাঝে সিন্ধুর পদধ্বনি। দারুণ লাগলো। ভালো থাকুন কবি।
-
দেবব্রত সান্যাল ০৭/১২/২০১৫খুব নেতিবাচক লেখা। অনেক গুলো প্রশ্ন কোনো সার্থক রচনা প্রস্তুত করেনা। পৃথিবী। শেষ দুই শব্দবন্ধের অর্থ স্পষ্ট নয়।
অন্ধকার হোক যতই অপার প্রদীপ-শিখা জ্বলে সন্ধ্যাগ্রামে ।
মানবতা তো সোনা । আগুনে যত পোড়ে, তত উজ্জ্বল খাঁটি
শেষ পর্যন্ত আলোই জেতে, ভালো-মন্দে নিত্য কাটাকাটি ।