সময়ের ওপিঠ এপিঠ
কর্মহীন জীবনের সস্তা সময় ও কাকডাকা দুপুরে মিছে ব্যস্ততা
আর অন্যের কর্মব্যস্ত সময়ে নিজের চিতায় অলস ঘুম
নিচু মাথায় মুষ্টি বদ্ধ নালায়েক বানিয়ে দিল আজ আমাকে।
এক সময় ছিল যখন স্বপ্নের রং বেরংয়ের ঘুড়ি গুলো টেবিলে রাখা স্তূপকৃত বইগুলোর
পাতার ভেলায় চড়ে সুখ পায়রা সেজে আসছে বলে মনে মনে ভাবতাম,
তখন স্বপ্ন গুলো শুধুই আশা বাঁধতো
আর তার পৃথিবীটাকে বানিয়ে ফেলতো এক স্বর্গপুরী ।
সেখানে থাকতো না কোন কর্মহীন জীবনের শূন্যতা
পোহাতে হতনা আপনজনদের তিক্ত তীরের জ্বালা!
আজ সেই সবের উল্টো পিঠে বাস্তবতার এমন সব গোখরার ছোবল
সত্যিই এই এবড়ো থেবড়ো জীবনটাকে নীল বিষের সাগরে ভাসিয়ে নিয়ে চলছে(!)
যেন তার বাঁচার জন্য এক টুকরো খড়কুটোও নেই. .............
আর অন্যের কর্মব্যস্ত সময়ে নিজের চিতায় অলস ঘুম
নিচু মাথায় মুষ্টি বদ্ধ নালায়েক বানিয়ে দিল আজ আমাকে।
এক সময় ছিল যখন স্বপ্নের রং বেরংয়ের ঘুড়ি গুলো টেবিলে রাখা স্তূপকৃত বইগুলোর
পাতার ভেলায় চড়ে সুখ পায়রা সেজে আসছে বলে মনে মনে ভাবতাম,
তখন স্বপ্ন গুলো শুধুই আশা বাঁধতো
আর তার পৃথিবীটাকে বানিয়ে ফেলতো এক স্বর্গপুরী ।
সেখানে থাকতো না কোন কর্মহীন জীবনের শূন্যতা
পোহাতে হতনা আপনজনদের তিক্ত তীরের জ্বালা!
আজ সেই সবের উল্টো পিঠে বাস্তবতার এমন সব গোখরার ছোবল
সত্যিই এই এবড়ো থেবড়ো জীবনটাকে নীল বিষের সাগরে ভাসিয়ে নিয়ে চলছে(!)
যেন তার বাঁচার জন্য এক টুকরো খড়কুটোও নেই. .............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।