সুখের খুঁজে
যেখানে থাকার কথা অটেল
ফুলের সুবাস
আজ সেখানে আছে কুয়াশার আবছায়া...
আছে মৃণালে
তিলে তিলে অনলে
পুড়ে যাওয়া ক্ষত কিছু পদচিহ্ন ;
আছে না পাওয়ার কিছু তৃঞ্চা ।।
আছে কিছু স্নেহভরা মায়া
ভাললাগার এক অকৃত্রিম ছোঁয়া আছে
আছে মুক্ত কন্ঠের স্তুপাকারে কিছু জমিয়ে রাখা পংক্তি...
অতএব,
সুখ তুমি আসো মোর গৃহে
হুদহুদ সাইমুম সিডর আইলা
আর বিধ্বস্ত ঢেউয়ের খরতরে...
সুখ তোমার প্রতীক্ষায়
আমি আছি,
থাকব,
অনন্তকাল ।।
ফুলের সুবাস
আজ সেখানে আছে কুয়াশার আবছায়া...
আছে মৃণালে
তিলে তিলে অনলে
পুড়ে যাওয়া ক্ষত কিছু পদচিহ্ন ;
আছে না পাওয়ার কিছু তৃঞ্চা ।।
আছে কিছু স্নেহভরা মায়া
ভাললাগার এক অকৃত্রিম ছোঁয়া আছে
আছে মুক্ত কন্ঠের স্তুপাকারে কিছু জমিয়ে রাখা পংক্তি...
অতএব,
সুখ তুমি আসো মোর গৃহে
হুদহুদ সাইমুম সিডর আইলা
আর বিধ্বস্ত ঢেউয়ের খরতরে...
সুখ তোমার প্রতীক্ষায়
আমি আছি,
থাকব,
অনন্তকাল ।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৫/১২/২০১৪
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ৩০/১০/২০১৪অপেক্ষায় না থেক ধরে নিয়ে আসুন না। ভালো লাগলো।
-
শিমুল শুভ্র ২৯/১০/২০১৪বাহ!! খুব সুন্সর কবিতা
শুভেচ্ছা রইলো।