www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুপমা

চেনা পথ ধরে হাটি
কখনো ভুল করে
কখনো ইচ্ছেয়
কিংবা বাধ্যবাধকতায় ।।

কখনো ইচ্ছে হয় লুকুচুরি খেলি
কখনো ছোঁয়াছুঁয়ি
কখনো অনুরাগের নাটাইয়ে স্বপ্নঘুড়ি ভাসাই ।


অন্ধকারে কথা কই চাঁদের সাথে ।
চাঁদ কেমন আছিস?
আয় তোর মন খারাপের দিনে আলতো চুমু দেই গালে...

কত পথ হেটেছিনু
কত ক্রোশ দূরে
সুখকে পাহিবার ছলে....

আহা মরি দেহ ঘড়ি
ঘুরে আসি চাঁদের বাড়ি ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast