অনুপমা
চেনা পথ ধরে হাটি
কখনো ভুল করে
কখনো ইচ্ছেয়
কিংবা বাধ্যবাধকতায় ।।
কখনো ইচ্ছে হয় লুকুচুরি খেলি
কখনো ছোঁয়াছুঁয়ি
কখনো অনুরাগের নাটাইয়ে স্বপ্নঘুড়ি ভাসাই ।
অন্ধকারে কথা কই চাঁদের সাথে ।
চাঁদ কেমন আছিস?
আয় তোর মন খারাপের দিনে আলতো চুমু দেই গালে...
কত পথ হেটেছিনু
কত ক্রোশ দূরে
সুখকে পাহিবার ছলে....
আহা মরি দেহ ঘড়ি
ঘুরে আসি চাঁদের বাড়ি ।
কখনো ভুল করে
কখনো ইচ্ছেয়
কিংবা বাধ্যবাধকতায় ।।
কখনো ইচ্ছে হয় লুকুচুরি খেলি
কখনো ছোঁয়াছুঁয়ি
কখনো অনুরাগের নাটাইয়ে স্বপ্নঘুড়ি ভাসাই ।
অন্ধকারে কথা কই চাঁদের সাথে ।
চাঁদ কেমন আছিস?
আয় তোর মন খারাপের দিনে আলতো চুমু দেই গালে...
কত পথ হেটেছিনু
কত ক্রোশ দূরে
সুখকে পাহিবার ছলে....
আহা মরি দেহ ঘড়ি
ঘুরে আসি চাঁদের বাড়ি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ১৩/০৮/২০১৫Nice.
-
শাহাদাত হোসেন রাতুল ২৭/০৫/২০১৫ভালো লাগলো অনেক !!
-
রইস উদ্দিন খান আকাশ ২৭/০৫/২০১৫বেশ অাবেগ পূর্ণ