হচ্ছে কেন সে
যার হাতে এখন থাকার কথা
বই কলম খাতা
সে কেন কুড়োয় ছেঁড়া কাগজ
আরো ঝরা পাতা ?
বড় হয়ে ভবিষ্যতে
দেশ চালাবে যে
পেঠের জ্বালায় রিক্সাচালক
হচ্ছে কেন সে ?
কেউবা মজুর কেউবা কুলি
সক্রিয় পিকেটার
এগুলোই কি প্রত্যাশিত
শিশু অধিকার ?
বিবেক তুমি জেগেও ঘুমে
আর কতকাল রবে
শিশুবিধি বাস্তবতায়
আসবে ফিরে কবে ?
বই কলম খাতা
সে কেন কুড়োয় ছেঁড়া কাগজ
আরো ঝরা পাতা ?
বড় হয়ে ভবিষ্যতে
দেশ চালাবে যে
পেঠের জ্বালায় রিক্সাচালক
হচ্ছে কেন সে ?
কেউবা মজুর কেউবা কুলি
সক্রিয় পিকেটার
এগুলোই কি প্রত্যাশিত
শিশু অধিকার ?
বিবেক তুমি জেগেও ঘুমে
আর কতকাল রবে
শিশুবিধি বাস্তবতায়
আসবে ফিরে কবে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডা: মো: রায়হান নবী ২৯/০৫/২০১৫★★★ দারুন কবিতা একটা প্রতিবাদ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৫/০২/২০১৫এই প্রশ্নের উত্তর হয়তো মিলবে হয়তো বা না।
-
অ ১৮/০২/২০১৫ভালো লাগল ঝরাপাতাদের নিয়ে লেখা ।
-
মিজান রহমান ১৭/০২/২০১৫শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য ।।
আমি আমারা এবং আমাদের উচিত ওদের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার ।
ওরা শিশু
অবুঝ ।
ওদের মৌলিক অধিকার দিয়েই আমরা ফিরে পাব একটি আগামীর পৃথিবী ।।
আর হ্যাঁ,
সুকান্তের অসমাপ্ত ছাড়পত্র রচনায় আমি ব্যস্ত ।এ যাত্রা থামবে না কখনো... -
অস্পষ্ট ছবি ১৭/০২/২০১৫awesome!
-
প্রদীপ কুমার ১৬/০২/২০১৫vhalo laglo...
-
ফিরোজ মানিক ১৬/০২/২০১৫দারুণ লিখেছেন কবি। আপনার মত করে আমাদের সবার ভাবা উচিৎ।
-
জহির রহমান ১৬/০২/২০১৫প্রিয়’র ঝুঁড়িতে রাখলাম।
অসাধারণ লিখেছেন কবি! আসলে কেন ওরা এ পথ বেছে নিয়েছে? আপনি-আমি কি পারিনা ওদের জন্য কিছু করতে?
ওদের সহযোগিতায় আমি এগিয়ে এসেছি, আমার সাথে আছে আরো এক দল তরুণ উদ্যামী সাহসী যুবক, যারা সমাজটাকে বদলাতে চায়। আমি আমার স্থান থেকে চেষ্টা করছি কিছু করার, আপনিও করুন আপনার সাধ্যমত। এভাবেইতো বদলে যাবে সমাজ, বদলাবে দেশ, মানুষ। সেই শুভ প্রত্যাশা এবং আপনার জন্য শুভ কামনা করছি। -
সবুজ আহমেদ কক্স ১৬/০২/২০১৫sonder @ valo laglo @@@