www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুরন্ত শৈশব

কানামাছি ভোঁ ভোঁ
খেলছো কি কেহ তোমরা
সখের ঘরে বৌ-জামাই
পুলিশ পুলিশ ঘোমড়া ।

লুকুচুরি ডাংগুটি আর
ইতল বিতল লংকা
সাতচাঁক্কি নাদুস নুদুস
মাংস চুরি পাঙ্গা

খেলছো কি কেও ভরদুপুরে
জাম্বুরার ফুটবল
ব্যাগ পেচিয়ে বল মোড়ানো
পাক্কা ক্রিকেট দল

নাটাই হাতে রোজ বিকেলে
সাদা মেঘের ভেলায়
সাতরঙ্গায় আকাশ হেলে
স্বপ্নঘুড়ির ডানায় ।

পাড়ায় পাড়ায় করতো সফর
ব্রাজিল আর্জেন্টিনা
কেও হতো পেলে মেসি
কেও বা ম্যারাডোনা ।

মারবেল, লেংড়া দৌড়
কিংবা সুতো টান
ছুটির দিনে রোজ বিকেলে
জমতো রংঙ্গের গান

নারকেলের চশমা চোখে
হাতে পাতার ঘড়ি
মাথায় টুপি গোলপাতার
মুখে হরেক দাড়ি

আদুল গায়ে ছানার খুঁজে
ফাঁকি দিয়ে স্কুল
বিলের জলে হিঙ্গাইর খোঁজা
শাপলা তোলার দল

গাঙ্গের জলে সাঁতরে যাওয়া
কিংবা বাশিওয়ালা
শাপলা ডগায় ফুল বিছিয়ে
গলে হরেক মালা

দিনের শেষে সঁন্ধ্যা হলেই
মনে ভীষণ ভয়
আল্লাহ মালুম ডান্ডাবাড়ি
কেমন জানি হয়

তোমরা কি কেও মার খেয়েছো
বাবা কিংবা মা'র
দাদীর আদর ঘুমছে ধরা
সাত ভাই চম্পার ।

আর কত কি কিচ্ছা আছে
শেষ হবে না ভাই
আজকে না হয় পড়তে বসি
হাতেও সময় নাই ।।
____

সিলেট, বাংলাদেশ ।
২৬/০১/২০১৫
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫
    anek bar polam @@@so nice
  • আবিদ আল আহসান ২৮/০১/২০১৫
    wwwaaaao
  • অন্তু নীল ২৭/০১/২০১৫
    সুন্দর
  • ২৭/০১/২০১৫
    দারুন ।
    দারুন ।
    দারুন ।
    স্মৃতিময় শৈশবের দূরন্তপনা খুব ভালো লাগল ।
  • ফিরোজ মানিক ২৭/০১/২০১৫
    আবার ফিরে যেতে মন চায় শৈশবে, ডুবে যেতে ইচ্ছে করে শ্যওলা পুকুরে।
  • বাংলা কবিতাই ও পড়লাম খুব ভাল লাগল।
  • সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫
    ভালো লাগলো.........।।।
  • সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫
    ভালো।।
  • মোঃ আবদুল করিম ২৭/০১/২০১৫
    খুবই ভাল ,এক কথায় খুবই ভাল লাগলো
  • আবিদ আল আহসান ২৭/০১/২০১৫
    nice
  • সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫
    ভালো লাগলো
  • বাহ! দারুন। অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।
 
Quantcast