www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাতাসের উপহাস

কাশবনের ফুলের এখন আর
আসল রূপ নেই
সেখানে শকুনেরা ব্যবচ্ছেদ করে
একটা মৃতদেহের নিমিষেই ।

আছে দূগর্ন্ধ ;
বারুদের ন্যায় অন্তরালে আছে
একটা মাথার খুলি অহরহ
কাক আর শকুনের
মিলনমেলা সেখানে
কাশফুল ভাটঁফুল ঘাসফুল
সবই ক্রন্দিছে যেখানে ।

এ কোন থাবা ?
জলাশয়ের কচুরিপানায়
লেগে আছে
টাটকা খুনের লাভা ;
মাছরাঙ্গাটাও এখন সেখানে
টোপ না দিয়ে আনমনে চেয়ে থাকে
সেই লাভার দিকে ;
নিভৃতে উপহাসে
বাতাস হয়ে যায় ফিকেঁ ।।
_________________________
যোগাযোগের জন্যঃ [email protected]
_________________________
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast