দোষ বিচার
দোষ করিলে মন্দ বলে
বিনা দোষেও মন্দ
এমন করে খোঁজে যারা
পরের দোষের গন্ধ
দেখবে তারাই দোষ বিচারে
নিজের বেলায় অন্ধ।
বিনা দোষেও মন্দ
এমন করে খোঁজে যারা
পরের দোষের গন্ধ
দেখবে তারাই দোষ বিচারে
নিজের বেলায় অন্ধ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পবিত্র কুমার গাঙ্গুলী ০৮/০৬/২০২২সুন্দর হয়েছে
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৪/২০২২সঠিক বলেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৪/২০২২সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৪/২০২২খাঁটি কথা!
-
ফয়জুল মহী ০১/০৪/২০২২Excellent
-
সাইয়িদ রফিকুল হক ৩১/০৩/২০২২ভাল।
-
আব্দুর রহমান আনসারী ৩১/০৩/২০২২সহজ সুন্দর ভাষায় একদম খাঁটি কথা