ঠিক ঠিক ঠিক
ঠিক ঠিক ঠিক
হেমন্ত কাল নিয়ে
আসে কার্তিক।
রেলগাড়ি জোরে জোরে
যায় ঝিকঝিক
রাত হলে জোনাকিরা
করে ঝিকমিক।
মাঝে মাঝে ফোকলারা
হাসে ফিকফিক
রাতদিন ছুঁচোগুলো
করে চিকচিক।
কথা মাঝে টিকটিকি
করে টিকটিক
ঠিক ঠিক ঠিক।
হেমন্ত কাল নিয়ে
আসে কার্তিক।
রেলগাড়ি জোরে জোরে
যায় ঝিকঝিক
রাত হলে জোনাকিরা
করে ঝিকমিক।
মাঝে মাঝে ফোকলারা
হাসে ফিকফিক
রাতদিন ছুঁচোগুলো
করে চিকচিক।
কথা মাঝে টিকটিকি
করে টিকটিক
ঠিক ঠিক ঠিক।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ০৪/০৫/২০২১সুন্দর ছড়া
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৪/২০২১চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৪/২০২১নাইস
-
ফয়জুল মহী ২৯/০৪/২০২১ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৪/২০২১ঘড়ি চলে টিক টিক,
সময় দেয় ঠিক ঠিক। -
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৪/২০২১সুন্দর লেখা।