ভূতের নানা
কাল যে ছিলো ভূতের ছানা
আজ সে হলো ভূতের নানা।
যখন ছিলো ভূতের ছানা
মানুষ খেতে ছিলো মানা।
তবুও নাকি মানুষ ছিলো
তার সবচেয়ে প্রিয় খানা।
একবার তাই মানুষ খেতে
মানুষ পাড়ায় দিলো হানা।
সেবার সব মানুষগুলো
করলো তার দুচোখ কানা।
ভূতের নানার এই কাহিনি
ছেলে বুড়ো সবার জানা।
সেইদিন থেকে মানুষ ছেড়ে
খায় সে শুধু শস্যদানা।
আজ সে হলো ভূতের নানা।
যখন ছিলো ভূতের ছানা
মানুষ খেতে ছিলো মানা।
তবুও নাকি মানুষ ছিলো
তার সবচেয়ে প্রিয় খানা।
একবার তাই মানুষ খেতে
মানুষ পাড়ায় দিলো হানা।
সেবার সব মানুষগুলো
করলো তার দুচোখ কানা।
ভূতের নানার এই কাহিনি
ছেলে বুড়ো সবার জানা।
সেইদিন থেকে মানুষ ছেড়ে
খায় সে শুধু শস্যদানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৪/২০২১বাঃ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৪/২০২১সুন্দর কাব্যিক উপস্থাপনা। ধন্যবাদ।
-
ফয়জুল মহী ২৪/০৪/২০২১অনবদ্য উপস্থাপন।