ডাইনি বুড়ী
একযে ছিলো ডাইনি বুড়ী
নাম ছিলো তার পটপটি
দাঁতগুলো তার ভেঙে গেল
খেতে গিয়ে কটকটি।
তাইতো রোজ সব ছেড়ে সে
খেতো শুধু চটপটি।
এত্তটুকুই ছিলো রে ভাই
ডাইনি বুড়ীর গপ্পোটি।
নাম ছিলো তার পটপটি
দাঁতগুলো তার ভেঙে গেল
খেতে গিয়ে কটকটি।
তাইতো রোজ সব ছেড়ে সে
খেতো শুধু চটপটি।
এত্তটুকুই ছিলো রে ভাই
ডাইনি বুড়ীর গপ্পোটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ০৩/০৬/২০২১Valo
-
কে. পাল ০২/০৬/২০২১Valo
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৪/০৪/২০২১ছোট ছড়া। সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৪/২০২১ডাইনিবুড়ির গল্প,
ছোট অল্প-সল্প। -
ফয়জুল মহী ২৩/০৪/২০২১অসাধারণ রচনাশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৪/২০২১wow!
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০২১বাঃ