ওহে বনের বাঘ
ওহে বনের বাঘ
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।
ভাত খাসনা, ফল খাসনা,
খাসনা সবুজ শাক
ওহে বনের বাঘ।
দেখতে ভালো লাগে তোর ঐ
ডোরাকাটা দাগ
তবু দেখলে তোকে
বলেন লোকে-
ভাগ! ভাগ! ভাগ!
আসছে বনের বাঘ।
বলতে পারিস
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।
ভাত খাসনা, ফল খাসনা,
খাসনা সবুজ শাক
ওহে বনের বাঘ।
দেখতে ভালো লাগে তোর ঐ
ডোরাকাটা দাগ
তবু দেখলে তোকে
বলেন লোকে-
ভাগ! ভাগ! ভাগ!
আসছে বনের বাঘ।
বলতে পারিস
কথায় কথায় করিস কেন
এমন তরো রাগ?
ওহে বনের বাঘ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৪/২০২১
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২১বেশ বেশ বেশ সুন্দর
-
ফয়জুল মহী ১১/০৪/২০২১মনোমুগ্ধকর
অনেক ভালো লাগলো। -
সাইয়িদ রফিকুল হক ১১/০৪/২০২১বাঃ
কেন কর রাগ?
আমরা চাই সন্ধি
তুমি পাত ফন্দি??? কেন?