নীল শালাইয়ের মিষ্টি মশাই
নীল শালাইয়ের মিষ্টি মশাই
মিষ্টি খায় রোজ
সকাল দুপুর মিষ্টি দিয়ে
সারে ভুঁড়িভোজ।
এমনি করে অনেক দিন
অনেক মাস যায়
নীল শালাইয়ের মিষ্টি মশাই
শুধুই মিষ্টি খায়।
একদিন তাই দাঁতগুলো তার
খেয়ে নিলো পোকে
অকালে তাই দাঁত হারিয়ে
কাঁদে দাঁতের শোকে।
মিষ্টি খায় রোজ
সকাল দুপুর মিষ্টি দিয়ে
সারে ভুঁড়িভোজ।
এমনি করে অনেক দিন
অনেক মাস যায়
নীল শালাইয়ের মিষ্টি মশাই
শুধুই মিষ্টি খায়।
একদিন তাই দাঁতগুলো তার
খেয়ে নিলো পোকে
অকালে তাই দাঁত হারিয়ে
কাঁদে দাঁতের শোকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০৫/২০২১তবু মিষ্টি খেতেই হবে।
-
আব্দুর রহমান আনসারী ১১/০৪/২০২১মিষ্টি নিয়ে অপূর্ব সৃষ্টি
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৪/২০২১ভালো।
-
ফয়জুল মহী ১০/০৪/২০২১রুচিসম্পন্ন ও শিল্পেসমৃদ্ধ প্রকাশ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১০/০৪/২০২১একালের মিষ্টি,
অপূর্ব সৃষ্টি।
মারা যেতে চাও?
বেশী মিষ্টি খাও।