চাই চাই চাই
চাই চাই চাই
নিজের বেলায় ষোল আনা
পরের বেলায় নাই।
নিজের পাতে কোর্মা পোলাও
পরের পাতে ছাই
পরকে রেখে খুদা পেটে
পেট ভরে খাই।
পরের দুখের মাঝেও যদি
সুখ কিছু পাই
চাই চাই চাই।
দেবার বেলায় পর সকলে
নেবার বেলায় ভাই
চাই চাই চাই।
এমনিভাবে খোজে যারা
নিজের শান্তিটাই
তাদের মত স্বার্থপর
এই জগতে নাই।
তাইতো বলি এসো সবাই
এক হয়ে ভাই
প্রত্যেকে মোরা পরের তরে
সুখ-শান্তি চাই।
নিজের বেলায় ষোল আনা
পরের বেলায় নাই।
নিজের পাতে কোর্মা পোলাও
পরের পাতে ছাই
পরকে রেখে খুদা পেটে
পেট ভরে খাই।
পরের দুখের মাঝেও যদি
সুখ কিছু পাই
চাই চাই চাই।
দেবার বেলায় পর সকলে
নেবার বেলায় ভাই
চাই চাই চাই।
এমনিভাবে খোজে যারা
নিজের শান্তিটাই
তাদের মত স্বার্থপর
এই জগতে নাই।
তাইতো বলি এসো সবাই
এক হয়ে ভাই
প্রত্যেকে মোরা পরের তরে
সুখ-শান্তি চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাবিবুর রহমান জনি ২৯/০৪/২০২১একতার আহবান ❤️❤️
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৪/২০২১নিজের জন্য পূর্ণ
অপরের জন্য শূণ্য।
পুরা পৃথিবী স্বার্থপর। -
রেদোয়ান আহমেদ ২৪/০৩/২০২১স্বার্থপর দুনিয়া।
-
আব্দুল হক ২২/০৩/২০২১অনেক কথা
-
সাখাওয়াত হোসেন ২২/০৩/২০২১অনন্য প্রকাশ হে সুপ্রিয়
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২১/০৩/২০২১ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৩/২০২১nice work...
-
ফয়জুল মহী ২০/০৩/২০২১অসাধারণ লিখেছেন