মশা
পিনপিন পিনপিন
মাথা করে ঝিমঝিম
পড়তে গেলে মশাগুলো
কানের কাছে বাজায় বিন।
একটু বসার সুযোগ নাই
কথায় কথায় মারে ঘাই
সেই ঘাই খেয়ে লম্ফ দিয়ে
নাচি শুধু ধিনধিন।
এখন আর আগের মত
নাই রাত নাই দিন
সুযোগ পেলেই মশাগুলো
করে পিনপিন।
মাথা করে ঝিমঝিম
পড়তে গেলে মশাগুলো
কানের কাছে বাজায় বিন।
একটু বসার সুযোগ নাই
কথায় কথায় মারে ঘাই
সেই ঘাই খেয়ে লম্ফ দিয়ে
নাচি শুধু ধিনধিন।
এখন আর আগের মত
নাই রাত নাই দিন
সুযোগ পেলেই মশাগুলো
করে পিনপিন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ১৯/০৩/২০২১সুন্দর ছ্ন্দ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৩/২০২১মশার উপদ্রপে জীবন নষ্ট।
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২১Right