ভূতের মেলা
জগত জুড়ে ভূতের মেলা
নানা রঙের ভূত
কেউবা বলে উচ্চ স্বরে
ভূত আমার পুত।
কেউ বলে ভূত থাকে জলে
কেউবা বলে গাছে
কেউ বলে ভূত গাইতে পারে
কেউবা বলে নাচে।
কেউ বলে ভূত ভরদুপুরে
আনাগোনা করে
কেউ বলে ভূত আসে নাকি
সন্ধ্যা নামার পরে।
কেউ বলে ভূত হাসে কাঁদে
কেউবা বলে রাগে
কেউ বলে ভূত পালায় নাকি
সূর্য ওঠার আগে।
এসব কথা শুনে শুনেই
কানটা হলে ভার
অদেখা সব ভূতের ভয়ে
রাতটি করি পার।
নানা রঙের ভূত
কেউবা বলে উচ্চ স্বরে
ভূত আমার পুত।
কেউ বলে ভূত থাকে জলে
কেউবা বলে গাছে
কেউ বলে ভূত গাইতে পারে
কেউবা বলে নাচে।
কেউ বলে ভূত ভরদুপুরে
আনাগোনা করে
কেউ বলে ভূত আসে নাকি
সন্ধ্যা নামার পরে।
কেউ বলে ভূত হাসে কাঁদে
কেউবা বলে রাগে
কেউ বলে ভূত পালায় নাকি
সূর্য ওঠার আগে।
এসব কথা শুনে শুনেই
কানটা হলে ভার
অদেখা সব ভূতের ভয়ে
রাতটি করি পার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৩/২০২১ভূতের রাজত্ব।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৩/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১৪/০৩/২০২১দারুণ লিখেছেন