আজব দেশ
আজব দেশের আজব সেপাই
আজব মন্ত্রী, রাজা
আজব তাদের চলনবলন
আজব তাদের সাজা।
দিনের বেলা ঘুমোয় তারা
রাত্রি বেলা জাগে
রাগলে পরে হাসে তারা
হাসি পেলে রাগে।
যুদ্ধ এলে রাজ্যের সবাই
ময়দানেতে লড়ে
শুধু রাজা মন্ত্রী সৈন্য সেপাই
লুকিয়ে থাকে ঘরে।
যুদ্ধে জিতে রাজার যেন
সেকি বাহাদুরি
সেনাপতি বুক চাপড়ে
বাজায় তখন তুড়ি।
আজব দেশের আজব সাজা
বলছি এবার শোনো
হাঁচলে জোরে বলেন রাজা
এক লক্ষ গোনো।
করলে চুরি বলেন রাজা
দু'লাখ সাতাশ
গোনার আগে রাজার সঙ্গে
খেলতে হবে তাস।
হারলে সাজা কমতে পারে
জিতলে সাজা বেশি
আজব যত নিয়ম আছে
সবই আজব দেশি।
আজব মন্ত্রী, রাজা
আজব তাদের চলনবলন
আজব তাদের সাজা।
দিনের বেলা ঘুমোয় তারা
রাত্রি বেলা জাগে
রাগলে পরে হাসে তারা
হাসি পেলে রাগে।
যুদ্ধ এলে রাজ্যের সবাই
ময়দানেতে লড়ে
শুধু রাজা মন্ত্রী সৈন্য সেপাই
লুকিয়ে থাকে ঘরে।
যুদ্ধে জিতে রাজার যেন
সেকি বাহাদুরি
সেনাপতি বুক চাপড়ে
বাজায় তখন তুড়ি।
আজব দেশের আজব সাজা
বলছি এবার শোনো
হাঁচলে জোরে বলেন রাজা
এক লক্ষ গোনো।
করলে চুরি বলেন রাজা
দু'লাখ সাতাশ
গোনার আগে রাজার সঙ্গে
খেলতে হবে তাস।
হারলে সাজা কমতে পারে
জিতলে সাজা বেশি
আজব যত নিয়ম আছে
সবই আজব দেশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৫/০৩/২০২১চমৎকার
-
আব্দুল আলিম ১৪/০৩/২০২১দরুন, তিক্ত সত্য।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৩/২০২১আজব একটা দেশ
-
ফয়জুল মহী ১৩/০৩/২০২১অনন্য সৃজন অতীব সুন্দর নিঁখুত কাব্য।।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০৩/২০২১well said