টাকা
আজকালকার মানুষের নাকি
টাকাই জীবন,টাকাই মরণ।
টাকার জন্যে করছে তারা
সকল যন্ত্রণাকে বরণ।
টাকার জন্যে লড়ছে তারা।
টাকার জন্যে মরছে তারা।
টাকার জন্যে করছে তারা
একে অপরকে অপহরণ।
টাকার জন্যে ধরছে আবার
গরীব ধনীর দুচরণ।
টাকার পিছে ছুটছে দুনিয়া
হন্যে হয়ে আমরণ।
টাকাই জীবন,টাকাই মরণ।
টাকার জন্যে করছে তারা
সকল যন্ত্রণাকে বরণ।
টাকার জন্যে লড়ছে তারা।
টাকার জন্যে মরছে তারা।
টাকার জন্যে করছে তারা
একে অপরকে অপহরণ।
টাকার জন্যে ধরছে আবার
গরীব ধনীর দুচরণ।
টাকার পিছে ছুটছে দুনিয়া
হন্যে হয়ে আমরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিদ্রোহী শিহাব ০২/০৯/২০১৭
-
সাঁঝের তারা ২৬/০৮/২০১৭ঠিক কথা - কিন্তু টাকা ছুটছে কার পিছনে? সুন্দর প্রকাশ ...
-
সমির প্রামাণিক ২৬/০৮/২০১৭টাকার- তাক দুমাদুম। সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ২৬/০৮/২০১৭দারুন
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৮/২০১৭Awesome.
সত্যি তো- টাকা পিছে
ছুটছে মানুষ রাত্রিদিন