পথধারে (গীতিকাব্য)
অদূরে হেঁটে যাওয়া
পথচলার অবশেষে কোথাও-
আমি এপাড়ে,তুমি ওপাড়ে
যেন আঁধারে দাঁড়িয়ে নির্বিকার
-----পথধারে।
আজ পথধার আলোর ভীরেও
দৃশ্য তবু অদৃশ্যতা।
পথচলার অবশেষে কোথাও-
আমি এপাড়ে,তুমি ওপাড়ে
যেন আঁধারে দাঁড়িয়ে নির্বিকার
-----পথধারে।
আজ পথধার আলোর ভীরেও
দৃশ্য তবু অদৃশ্যতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একরামুল হক ২০/০৮/২০১৭বেশ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৮/২০১৭ভালো।
-
ফয়েজ উল্লাহ রবি ১৮/০৮/২০১৭বেশ লিখেছেন শুভেচ্ছা রইল।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৮/০৮/২০১৭বেশ ভালো
-
মল্লিকা রায় ১৮/০৮/২০১৭ভলো লগল কবিতা ।