দিগন্তের অভিযাত্রী
আমি অজানার যাত্রী ,
পেরিয়ে হাজারো রাত্রি ;
একলা নিজের সাথে -
চলেছি অচেনা পথে !
বরফে আবৃত হিমালয় ,
মেঘের রাজ্য মেঘালয় ;
পাহাড়-উপত্যকা ঘুরে -
সভ্যতার অনেক দূরে !
বঙ্গোপসাগর পেরিয়ে ,
সিংহল দ্বীপ ছাড়িয়ে ;
পেয়েছি গন্তব্যের দেখা -
বহু দূরের দিগন্ত রেখা !
পেরিয়ে হাজারো রাত্রি ;
একলা নিজের সাথে -
চলেছি অচেনা পথে !
বরফে আবৃত হিমালয় ,
মেঘের রাজ্য মেঘালয় ;
পাহাড়-উপত্যকা ঘুরে -
সভ্যতার অনেক দূরে !
বঙ্গোপসাগর পেরিয়ে ,
সিংহল দ্বীপ ছাড়িয়ে ;
পেয়েছি গন্তব্যের দেখা -
বহু দূরের দিগন্ত রেখা !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনিসা নাসরীন ১৫/০৮/২০১৬ভালো লিখেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬অসম ..:: ...::
-
দেবজ্যোতিকাজল ১০/০৭/২০১৬ভাল
-
অঙ্কুর মজুমদার ১০/০৭/২০১৬sundor
-
সজীব ১০/০৭/২০১৬ভাল লাগল
-
মেহেদী হাসান (নয়ন) ০৯/০৭/২০১৬caliye jan kobi
-
নাবিক ০৯/০৭/২০১৬kobita valo laglo[/]
-
প্রিয় ০৯/০৭/২০১৬আপনার লেখার মান তো বাজে কেও পেছনে ফেলে দিয়েছে।ছন্দই কি সব?