www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা মরেছি

আমরা মরেছি পাহাড়ে, আমরা মরেছি সমতলে ;
শাসকগোষ্ঠীর নিপীড়ন আর অন্যায় কৌশলে !

নিজ ভূমিতে যুগ যুগ ধরে আমরা যে পরাধীন ;
বারবার শুধু জীবন দিয়েছি, বাড়ছে রক্ত-ঋণ !

মৃত্যুর ভয়ে পালিয়ে বেড়াই আমরা দিনে ও রাতে ;
হায়েনার দল ঘোরে প্রকাশ্যে মারণ-অস্ত্র হাতে !

জীবন বাঁচাতে বারবার হতে হয়েছে ঘরছাড়া ;
ভিটামাটি ছেড়ে সব হারিয়ে আমরা সর্বহারা !

সন্তানহারা মা-বাবার চোখে দেখেছি যে হাহাকার ;
বারবার বৃথা রক্ত দিয়েছি, পাইনি তো অধিকার !

প্রতিহিংসার আগুনে আজও জ্বলছে বাঘাইছড়ি ;
মৃত্যু সাক্ষী কাউখালী থেকে দীঘিনালা-পানছড়ি !

জেরুজালেম আর কাশ্মীর আজ নয় আর বহু দূর ;
আমরা মরেছি ফুলবাড়ী থেকে ভাওয়াল-মধুপুর !

(উৎসর্গ : সহযোদ্ধা থোয়াইউচিং মারমা)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast