বিপ্লবের কান্ডারী
পরাধীনতার শৃংখল ভেঙ্গে ,
দ্রোহের মশালধারী ;
গণমুক্তির যুদ্ধে তুমি -
বিপ্লবের কান্ডারী !
আর্জেন্টিনা থেকে বলিভিয়া ,
কিউবা থেকে ভেনেজুয়েলা ;
বেঁচে আছো কোটি প্রাণে -
বাংলাদেশ থেকে ভিয়েতনামে !
দ্রোহের মশালধারী ;
গণমুক্তির যুদ্ধে তুমি -
বিপ্লবের কান্ডারী !
আর্জেন্টিনা থেকে বলিভিয়া ,
কিউবা থেকে ভেনেজুয়েলা ;
বেঁচে আছো কোটি প্রাণে -
বাংলাদেশ থেকে ভিয়েতনামে !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬অনবদ্য .....::::..............:::
-
আনিসা নাসরীন ০৯/০৭/২০১৬সুন্দর
-
দেবাশীষ দিপন ০৮/০৭/২০১৬বিপ্লবী কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০৭/২০১৬ভালো হয়েছে।
-
দেবব্রত সান্যাল ০২/০৬/২০১৬এ ধরনের কবিতা , অন্ত্যমিল সহ ছন্দবদ্ধ হলেই কবিতা হয়ে ওঠে। সেটার অভাব দেখতে পাচ্ছি।