বিবর্ণ পতাকা
আকাশে-বাতাসে
অশুভ কানাকানি ,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি ।
বিবর্ণ পতাকা !
শকুনের উল্লাস !
সোনার বাংলা –
অন্ধকারে গ্রাস ।
ঘন কালো মেঘ
আকাশের গায় ,
আঁধারের বন্দীরা
মুক্তির অপেক্ষায় ।
বিবর্ণ পতাকা !
মুক্তির পথ রুদ্ধ !
কোথায় ঐক্য ?
কোথায় জনযুদ্ধ ?
অশুভ কানাকানি ,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি ।
বিবর্ণ পতাকা !
শকুনের উল্লাস !
সোনার বাংলা –
অন্ধকারে গ্রাস ।
ঘন কালো মেঘ
আকাশের গায় ,
আঁধারের বন্দীরা
মুক্তির অপেক্ষায় ।
বিবর্ণ পতাকা !
মুক্তির পথ রুদ্ধ !
কোথায় ঐক্য ?
কোথায় জনযুদ্ধ ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ৩১/০৫/২০১৬ভাল।
-
ফাহিম খান ৩০/০৫/২০১৬নামকরণ প্রশংসনীয়
-
দেবজ্যোতিকাজল ৩০/০৫/২০১৬ভাল লিখেছ
-
জে এস সাব্বির ৩০/০৫/২০১৬ছন্দেতে বলে গেলে
যে অশুভ বাণী
চারদিকে সেসবেই
হচ্ছে কানাকানী ।
কখন হবো খুন আমি
কখন হবো গুম
এই ভয়েতে দুইচোখেতে
আসেনা আর ঘুম ।
প্রতিবাদী পাই কোথা
কোথা নজরুল ?
পিচাশের পিচাশতা
করবে কে নির্মূল ?
আমার মাঝে আছে
কিবা সেই আগুণ?
খুজে যাই পাইনাকো
বিদ্রোহ ফাগুণ । -
প্রদীপ চৌধুরী. ৩০/০৫/২০১৬ভাল লাগলো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ৩০/০৫/২০১৬দারুন!!