এম.এম. হাওলাদার
এম.এম. হাওলাদার-এর ব্লগ
ক্রমানুসার:
-
আমি অজানার যাত্রী ,
পেরিয়ে হাজারো রাত্রি ;
একলা নিজের সাথে -
চলেছি অচেনা পথে ! [বিস্তারিত] -
জেগে উঠেছে পরাজিত প্রেতাত্মার দল ,
লাশের স্তুপ আর রক্তের নদী পেরিয়ে ;
আমার সোনার বাংলায় ।
নরপিশাচের চকচকে চাপাতি, রক্তাক্ত স্বাধীনতা ; [বিস্তারিত] -
পরাধীনতার শৃংখল ভেঙ্গে ,
দ্রোহের মশালধারী ;
গণমুক্তির যুদ্ধে তুমি -
বিপ্লবের কান্ডারী ! [বিস্তারিত] -
আমরা মরেছি পাহাড়ে, আমরা মরেছি সমতলে ;
শাসকগোষ্ঠীর নিপীড়ন আর অন্যায় কৌশলে !
নিজ ভূমিতে যুগ যুগ ধরে আমরা যে পরাধীন ;
বারবার শুধু জীবন দিয়েছি, বাড়ছে রক্ত-ঋণ ! [বিস্তারিত] -
আকাশে-বাতাসে
অশুভ কানাকানি ,
আঁধার ঘনিয়ে
অমঙ্গলের ধ্বনি । [বিস্তারিত]