ঈশ্বর আছেন
আদতে নাস্তিকতা নিয়ে চিন্তা করতে গেলে মাথায় কিছু কথা চলে আসে, নাস্তিক হবার প্রথম কথা হচ্ছে ঈশ্বরে বিশ্বাস না করা।
ঈশ্বরে বিশ্বাস আনতে পারলে যে কোন একটা ধর্মে যে কেউ বিশ্বাস করবে। ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা আমরা যাই বলিনা কেন! তাহলে আসুন এবার।
ধরুন আপনার সামনে একটা ফার্নিচার পড়ে আছে, সেটা বানালো কে? কাঠের মিস্ত্রী। তাকে বানালো কে? বায়োলজি বলে তাকে বানিয়েছে তাদের বাবা, তার বাবা মা কোথা থেকে আসল? তার বাবা মা থেকে। এমনি করতে করতে বাবা মা, বাবা মা করতে করতে আপনি একটা জায়গায় গিয়ে ঠেকবেন, তার মানে সৃষ্টির সূচনাতে। সেটা নিশ্চই একজন।
কিন্তু আপনি বলতে চাচ্ছেন বিবর্তনবাদ তো বলে মানুষ আগে বাদর ছিল, সে বাদরটা কোথা থেকে আসল? বাদরের বাবা-মা, এভাবে করতে করতে সেখানেও একটা সৃষ্টিকর্তায় গিয়ে ঠেকবে।
আপনি বলতে চাচ্ছেন পৃথিবী শুরু হয় বিগ ব্যাঙ্গের মাধ্যমে, সেই কণাটা তাহলে কোথা থেকে আসল? সেটা নিশ্চই কেউ সৃষ্টি করেছে? হ্যাঁ করেছে, করেছে আমাদের ঈশ্বর।
তাই বলছি, ঈশ্বর আছেন।
ঈশ্বরে বিশ্বাস আনতে পারলে যে কোন একটা ধর্মে যে কেউ বিশ্বাস করবে। ঈশ্বর কিংবা সৃষ্টিকর্তা আমরা যাই বলিনা কেন! তাহলে আসুন এবার।
ধরুন আপনার সামনে একটা ফার্নিচার পড়ে আছে, সেটা বানালো কে? কাঠের মিস্ত্রী। তাকে বানালো কে? বায়োলজি বলে তাকে বানিয়েছে তাদের বাবা, তার বাবা মা কোথা থেকে আসল? তার বাবা মা থেকে। এমনি করতে করতে বাবা মা, বাবা মা করতে করতে আপনি একটা জায়গায় গিয়ে ঠেকবেন, তার মানে সৃষ্টির সূচনাতে। সেটা নিশ্চই একজন।
কিন্তু আপনি বলতে চাচ্ছেন বিবর্তনবাদ তো বলে মানুষ আগে বাদর ছিল, সে বাদরটা কোথা থেকে আসল? বাদরের বাবা-মা, এভাবে করতে করতে সেখানেও একটা সৃষ্টিকর্তায় গিয়ে ঠেকবে।
আপনি বলতে চাচ্ছেন পৃথিবী শুরু হয় বিগ ব্যাঙ্গের মাধ্যমে, সেই কণাটা তাহলে কোথা থেকে আসল? সেটা নিশ্চই কেউ সৃষ্টি করেছে? হ্যাঁ করেছে, করেছে আমাদের ঈশ্বর।
তাই বলছি, ঈশ্বর আছেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার ইমরান ০২/০২/২০১৫ঈশ্বর কোথায় আছেন? দেখেছেন আপনি?
-
সুব্রত দাশ আপন ০২/০২/২০১৫সবটার মূলেই বিশ্বাস। আমাদের বিশ্বাস করতে হবে ঈশ্বর আছেন এবং তিনি আমাদের সব কিছুই নিয়ন্ত্রন করছেন এবং তিনি অামাদের প্রত্যেক কাছের হিসাব নিবেন।
-
কপিল দেব ০২/০২/২০১৫ভাল লিখেছেন ।ভাল লাগলো ।
-
মুরাদ ০২/০২/২০১৫ভাইয়া যারা বুঝবে তারা সামান্যতেই বুঝে। কিন্তু যারা বুঝবে না তাদের কে হাজার উদাহরন দেয়ার পরও বুঝবে না।
-
সবুজ আহমেদ কক্স ০২/০২/২০১৫ঈশ্বর অবশ্যই আছেন
সর্বখানে
সর্বক্ষণে...............। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/০২/২০১৫আসরে প্রথম লেখা॥ প্রথমেই আপনাকে স্বাগতম। বেশ ভালো বলেছেন। আর যারা নাস্তিক তারা তো নির্বোধ। চালিয়ে যান।