বিপ্লবীনেতা
বিপ্লবীনেতা
- এম. মাহবুব মুকুল
দুর্বলচিত্ত নিয়ে হবে তুমি বিপ্লবীনেতা,
হবে না! হবে না! চিত্তকে বড় কর ভ্রাতা;
এ দেশ বীরের দেশ। তেজোদীপ্ত নির্ভিক,
বিদ্রোহীনেতা। তুমিই দেখাবে ন্যায়-সত্যের দিক,
মেকির বাজারে তুমি কালজয়ী নেতা। উন্নত শীর
মানুষের মাঝে বেঁচে র’বে তুমিই মহাবীর।
তুমি তো দাসত্ব করোনি অত্যাচারি বাদশাহর।
বিপ্লবীনেতা! বিদ্রোহীনেতা!তুমি স’য়েছ অত্যাচার।
ভীরু নও তুমি! তুমি তো আগ্নেয়গিরির অগ্নিগর্ভ
তপ্ত দুপুরে ছায়া দেও তুমি; তুমিই তো জাতির গর্ব
দুর্দিনে ঝড় তুফানে ধরো তুমি ছাতা বারবার
তুমিই আমাদের বিপ্লবীনেতা
বিদ্রোহীনেতা।
স্তব্ধ নিশীথে জাতির ললাটে যখন নিভে যায় বাতি,
দ্বারে দ্বারে ঘুরে জাগিয়ে তোল জাতিকে সারারাতি।
হে মানবদরদী বিপ্লবীনেতা; বিদ্রোহী বীর!
খঁজে ফিরি নিশিদিন নভোতলে, কোথা সে বীর!
মানবতার মুক্তিতে বিপ্লবীনেতা শোনায় আশার বাণী
বেঁচে থাকো কালে কালে। তুমিই মানুষের নয়নমণি।
- এম. মাহবুব মুকুল
দুর্বলচিত্ত নিয়ে হবে তুমি বিপ্লবীনেতা,
হবে না! হবে না! চিত্তকে বড় কর ভ্রাতা;
এ দেশ বীরের দেশ। তেজোদীপ্ত নির্ভিক,
বিদ্রোহীনেতা। তুমিই দেখাবে ন্যায়-সত্যের দিক,
মেকির বাজারে তুমি কালজয়ী নেতা। উন্নত শীর
মানুষের মাঝে বেঁচে র’বে তুমিই মহাবীর।
তুমি তো দাসত্ব করোনি অত্যাচারি বাদশাহর।
বিপ্লবীনেতা! বিদ্রোহীনেতা!তুমি স’য়েছ অত্যাচার।
ভীরু নও তুমি! তুমি তো আগ্নেয়গিরির অগ্নিগর্ভ
তপ্ত দুপুরে ছায়া দেও তুমি; তুমিই তো জাতির গর্ব
দুর্দিনে ঝড় তুফানে ধরো তুমি ছাতা বারবার
তুমিই আমাদের বিপ্লবীনেতা
বিদ্রোহীনেতা।
স্তব্ধ নিশীথে জাতির ললাটে যখন নিভে যায় বাতি,
দ্বারে দ্বারে ঘুরে জাগিয়ে তোল জাতিকে সারারাতি।
হে মানবদরদী বিপ্লবীনেতা; বিদ্রোহী বীর!
খঁজে ফিরি নিশিদিন নভোতলে, কোথা সে বীর!
মানবতার মুক্তিতে বিপ্লবীনেতা শোনায় আশার বাণী
বেঁচে থাকো কালে কালে। তুমিই মানুষের নয়নমণি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি অন্তর চন্দ্র ০৯/০৭/২০২১দারুণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৭/২০২১ওহে মহাবিপ্লবী নেতা
তোমার অমৃতবাণীতে
দেশ হয় জেতা। -
রেদওয়ান আহমেদ বর্ণ ০৮/০৭/২০২১বেশ লিখেছেন
-
রেদওয়ান আহমেদ বর্ণ ০৮/০৭/২০২১সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২১গভীর উপলব্ধির অতুলনীয় অসাধারণ প্রকাশ।খুব ভাল লাগলো।