পালাবদলের খেলাঘর
পালাবদলের খেলাঘর
- এম. মাহবুব মুকুল
দেহসম্ভারে পচন ধরেছে
নিরন্তর পালাবদলের খেলাঘরে।
জাতির চরিত্রে দৃশ্যের পরিবর্তন
তবু ঋতু পরিবর্তনের উৎসব করি
বিবর্তনের বস্ত্রসম্ভার খুলে।
শার্ট কামিজের আস্তি ধরে
উৎসবে যোগ দিই!
দুর্নিরীক্ষ্য মোহ পূরণে
দেহসম্ভারে পচন ধরেছে!
উদ্ভট গরমে উপচে পড়া ভীড় ঠেলে
চলি, পালাবদলের খেলাঘরে।
অতীতকে ভুলে
স্বপ্নাক্রান্ত ভবিষ্যতের মাইল পোষ্টে ছুটি
ক্ষুধার্ত শরীরের পালাবদলে।
ম্রিয়মান অপরাহ্নে
মহাকালের উজান স্রোত,
দেহসম্ভারে পচন ধরেছে
নিরন্তর পালাবদলের খেলাঘরে।
দেবদূত হাঁসে একটু কেশে
বলে, সবই মহাবাণী।
পচন ধরেছে চিন্তাচেতনায়
জাতির চরিত্রে শতাব্দীর ভালে
পালাবদলের খেলাঘরে।
জ্বলছে শিখা দীপ্ত অভিমানে
সিক্ত নয়নে।
নীরব আকুতি ক্ষণে ক্ষণে
প্রতিধ্বনি ঘরে ঘরে দেশদ্রোহীর অত্যাচারে
জ্বলছে শিখা অনির্বানে
পচনধরেছে রুদ্রগানে।
অসাড় জাতির যাত্রা পথে
পালাবদলের আজকের খেলাঘরে।
পচন ধরেছে জাতির মগজে,
মিছেমিছি কথা বলি ছলনার ছলে।
কাল হয়ে ঝরে জাতির চোখে,
বিষণ্ন জলে! দূর প্রান্তে
আপদমস্তক পচন ধরেছে
পালাবদলের খেলাঘরে।
- এম. মাহবুব মুকুল
দেহসম্ভারে পচন ধরেছে
নিরন্তর পালাবদলের খেলাঘরে।
জাতির চরিত্রে দৃশ্যের পরিবর্তন
তবু ঋতু পরিবর্তনের উৎসব করি
বিবর্তনের বস্ত্রসম্ভার খুলে।
শার্ট কামিজের আস্তি ধরে
উৎসবে যোগ দিই!
দুর্নিরীক্ষ্য মোহ পূরণে
দেহসম্ভারে পচন ধরেছে!
উদ্ভট গরমে উপচে পড়া ভীড় ঠেলে
চলি, পালাবদলের খেলাঘরে।
অতীতকে ভুলে
স্বপ্নাক্রান্ত ভবিষ্যতের মাইল পোষ্টে ছুটি
ক্ষুধার্ত শরীরের পালাবদলে।
ম্রিয়মান অপরাহ্নে
মহাকালের উজান স্রোত,
দেহসম্ভারে পচন ধরেছে
নিরন্তর পালাবদলের খেলাঘরে।
দেবদূত হাঁসে একটু কেশে
বলে, সবই মহাবাণী।
পচন ধরেছে চিন্তাচেতনায়
জাতির চরিত্রে শতাব্দীর ভালে
পালাবদলের খেলাঘরে।
জ্বলছে শিখা দীপ্ত অভিমানে
সিক্ত নয়নে।
নীরব আকুতি ক্ষণে ক্ষণে
প্রতিধ্বনি ঘরে ঘরে দেশদ্রোহীর অত্যাচারে
জ্বলছে শিখা অনির্বানে
পচনধরেছে রুদ্রগানে।
অসাড় জাতির যাত্রা পথে
পালাবদলের আজকের খেলাঘরে।
পচন ধরেছে জাতির মগজে,
মিছেমিছি কথা বলি ছলনার ছলে।
কাল হয়ে ঝরে জাতির চোখে,
বিষণ্ন জলে! দূর প্রান্তে
আপদমস্তক পচন ধরেছে
পালাবদলের খেলাঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/১১/২০২০জীবনটা একটা পালাবদলেরই খেলা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১১/২০২০অসাধারণ।
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২০অসামান্য নিবেদন।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১১/২০২০ভাল হয়েছে।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০২০awesome!
-
ফয়জুল মহী ২৫/১১/২০২০খুব সুন্দর উপস্থাপন