ভেদাভেদ ভুুলে
ভেদাভেদ ভুুলে
- এম. মাহবুব মুকুল
এসো আজ ভেদাভেদ ভুলে থাকি ভ্রাতৃত্বের বন্ধনে
অনাবিল উৎসবে মেতে উঠি ভালবাসার বন্ধনে
বৈষম্য দূরে ঠেলে কর্মে ব্যস্ত থাকি সবাই মিলে
সকল ভেদাভেদ ভুলে।
বাঁধভাঙ্গা খুশিতে, ঝলমল হাসিতে, ভরে তুলি বিশ্ব
হিংসা ঈর্ষা ভেদাভেদ ভুলে, সবাই মিলে গড়ি বিশ্ব,
অশ্রু মুছে ফেলে, হাসি আনন্দে থাকব সবাই মিলে
বৈষম্য আর ভেদাভেদ ভুলে।
এসো আজ ভেদাভেদ ভুলে বিজয়ের গান ধরি,
সুন্দর পৃথিবীকে আমরা আরও সুন্দর করি।
সংসয় দূরে ঠেলে ভ্রাতৃত্বের বন্ধনে থাকি শান্তির কোলো
হিংসা হানাহানি আর ভোদভেদ ভুলে।
ধনী গরিবের অনর্থক ব্যবধান ভুলে আনন্দে উঠি মেতে
কণ্টক তুলে মসৃণ শ্যামল পথে চলি সভ্যতার আলোতে
সারাবিশ্বের দুঃখী মানুষের সাথে চলি শুভবুদ্ধির বলে
দুর্নীতি দূরে রেখে ভেদাভেদ ভুলে।
- এম. মাহবুব মুকুল
এসো আজ ভেদাভেদ ভুলে থাকি ভ্রাতৃত্বের বন্ধনে
অনাবিল উৎসবে মেতে উঠি ভালবাসার বন্ধনে
বৈষম্য দূরে ঠেলে কর্মে ব্যস্ত থাকি সবাই মিলে
সকল ভেদাভেদ ভুলে।
বাঁধভাঙ্গা খুশিতে, ঝলমল হাসিতে, ভরে তুলি বিশ্ব
হিংসা ঈর্ষা ভেদাভেদ ভুলে, সবাই মিলে গড়ি বিশ্ব,
অশ্রু মুছে ফেলে, হাসি আনন্দে থাকব সবাই মিলে
বৈষম্য আর ভেদাভেদ ভুলে।
এসো আজ ভেদাভেদ ভুলে বিজয়ের গান ধরি,
সুন্দর পৃথিবীকে আমরা আরও সুন্দর করি।
সংসয় দূরে ঠেলে ভ্রাতৃত্বের বন্ধনে থাকি শান্তির কোলো
হিংসা হানাহানি আর ভোদভেদ ভুলে।
ধনী গরিবের অনর্থক ব্যবধান ভুলে আনন্দে উঠি মেতে
কণ্টক তুলে মসৃণ শ্যামল পথে চলি সভ্যতার আলোতে
সারাবিশ্বের দুঃখী মানুষের সাথে চলি শুভবুদ্ধির বলে
দুর্নীতি দূরে রেখে ভেদাভেদ ভুলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১১/২০২০অনন্য আহ্বান প্রিয় কবি।
-
মাহমুদুর রহমান চৌধুরী ফাহিম ১৭/১১/২০২০ভাল
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/১১/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১১/২০২০ভা ল ।
-
আব্দুর রহমান আনসারী ১৭/১১/২০২০অনুপম
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১১/২০২০excellent
-
ফয়জুল মহী ১৬/১১/২০২০Excellent