ছদ্মবেশী
ছদ্মবেশী
- এম. মাহবুব মুকুল
আড়ালে মুচকি হাসে ছদ্মবেশী শত্রুদল
নিসর্গের রন্ধ্রে রন্ধ্রে চলে জল
আসমানে কেঁপে ওঠে চাঁদ!
সম্মুখে দুর্বিনীত শত্রুর ফাঁদ।
সব হিংস্রতা আর জানা অজানার ইতিহাস,
চতুর্দিকে জয়ধ্বনি! দুলে ওঠে দেশপ্রেমী বুদ্ধিজীবী।
নিজস্ব সত্তার সাফল্যের বাগানে শত্রুর হানা
পুষ্পে ভরা বসুন্ধরা, পতাকার মান অজানা!
ছদ্মবেশী শত্রুর ক্ষমাহীন চাহনি,
আমার ভয়াবহ উদাসীন দৃষ্টি
চতুর্দিকে জয়ধ্বনি! কেঁপে ওঠে পতাকা,
মালা পরে হাত নাড়ে রক্তপায়ী নেতা। মরে জনতা
নিরর্থক প্রশ্ন! অন্ধকারে চলে নক্ষত্রের বিন্যাস
ওদের চিনে রাখো, ওরা বহুরূপী, ওরা করে নাশ।
করুণ বেদনায় কাঁদে! মূর্ছা যায়!
চতুর্দিকে শত্রুর দীপ্তি হাওয়ায়
আলোহীন জীবনের হাহাকার দিশেহারা সব
চৌদিকে বহুরূপী, ছদ্মবেশী দানবের কলরব।
- এম. মাহবুব মুকুল
আড়ালে মুচকি হাসে ছদ্মবেশী শত্রুদল
নিসর্গের রন্ধ্রে রন্ধ্রে চলে জল
আসমানে কেঁপে ওঠে চাঁদ!
সম্মুখে দুর্বিনীত শত্রুর ফাঁদ।
সব হিংস্রতা আর জানা অজানার ইতিহাস,
চতুর্দিকে জয়ধ্বনি! দুলে ওঠে দেশপ্রেমী বুদ্ধিজীবী।
নিজস্ব সত্তার সাফল্যের বাগানে শত্রুর হানা
পুষ্পে ভরা বসুন্ধরা, পতাকার মান অজানা!
ছদ্মবেশী শত্রুর ক্ষমাহীন চাহনি,
আমার ভয়াবহ উদাসীন দৃষ্টি
চতুর্দিকে জয়ধ্বনি! কেঁপে ওঠে পতাকা,
মালা পরে হাত নাড়ে রক্তপায়ী নেতা। মরে জনতা
নিরর্থক প্রশ্ন! অন্ধকারে চলে নক্ষত্রের বিন্যাস
ওদের চিনে রাখো, ওরা বহুরূপী, ওরা করে নাশ।
করুণ বেদনায় কাঁদে! মূর্ছা যায়!
চতুর্দিকে শত্রুর দীপ্তি হাওয়ায়
আলোহীন জীবনের হাহাকার দিশেহারা সব
চৌদিকে বহুরূপী, ছদ্মবেশী দানবের কলরব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/১০/২০২০আমি মুগ্ধ হয়েছি।
-
ফয়জুল মহী ০১/১০/২০২০পড়ে ভালো লাগলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/১০/২০২০সুন্দর হয়েছে।