সুপ্ত আগুন তোমার ভাবনা
সুপ্ত আগুন, তোমার ভাবনা
- এম. মাহবুব মুকুল
সুপ্ত আগুন
এ কোন আগুনে জ্বালিয়ে গেলে তুমি,
চারি দিকে শূন্যতা যেন সব মরুভূমি।
সেই ফাগুনে জ্বালিয়ে ছিলে!
দূরে রেখে কোথায় গেলে?
আজ আমি একা, বড় একা
শূন্য এ বুকে তপ্ত হাওয়া বহে সখা।
শিউলি বকুল ঝরা ভোরে
দাঁড়িয়ে থাকি জানালার গ্রীল ধরে,
দেখা দিয়ে কোথায় গেলে!
এ কোন আগুনে জ্বালিয়ে গেলে!
তোমার ভাবনা
অলস বিকেলে দোতলার করিডোরে দাঁড়িয়ে,
ক্ষণিক থেমে থেমে কখনো বা দূরে তাকিয়ে।
তোমার ভালোবাসার ছবি এঁকে এঁকে,
তোমার ভাবনার মাঝে জীবন নদীর বাঁকে।
সন্ধ্যা অবধি চেয়ে থাকি দূর পানে,
এই বুঝি এসে কথা বললে কানে কানে।
- এম. মাহবুব মুকুল
সুপ্ত আগুন
এ কোন আগুনে জ্বালিয়ে গেলে তুমি,
চারি দিকে শূন্যতা যেন সব মরুভূমি।
সেই ফাগুনে জ্বালিয়ে ছিলে!
দূরে রেখে কোথায় গেলে?
আজ আমি একা, বড় একা
শূন্য এ বুকে তপ্ত হাওয়া বহে সখা।
শিউলি বকুল ঝরা ভোরে
দাঁড়িয়ে থাকি জানালার গ্রীল ধরে,
দেখা দিয়ে কোথায় গেলে!
এ কোন আগুনে জ্বালিয়ে গেলে!
তোমার ভাবনা
অলস বিকেলে দোতলার করিডোরে দাঁড়িয়ে,
ক্ষণিক থেমে থেমে কখনো বা দূরে তাকিয়ে।
তোমার ভালোবাসার ছবি এঁকে এঁকে,
তোমার ভাবনার মাঝে জীবন নদীর বাঁকে।
সন্ধ্যা অবধি চেয়ে থাকি দূর পানে,
এই বুঝি এসে কথা বললে কানে কানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১৯/০৯/২০২০
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০২০best wishes
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২০Wonderful post
যায় হারিয়ে দূরে,
প্রিয় মানুষগুলো ।
রেখে যায় অজস্র স্মৃতি,
জীবনের পাতায়,
বর্ণিল বর্ণে মনের খাতায় ।