www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দৃশ্যের আড়ালে

দৃশ্যের আড়ালে
এম. মাহবুব মুকুল

যুগান্তরের তাপস্য হারানো পথে
ক্রমবৃদ্ধির যন্ত্রণা প্রতি মুহুর্তে।
প্রাপ্তির মধুর উচ্চারণ । প্রশ্বাসের ঘ্রাণে।
জমাট বাঁধা ঝিঁঝিঁর ঝাকে জোনাকির আলো।
বোধহীন বৃক্ষে অস্তিত্বহীন ছায়া,
যত সামান্য ক্ষয়ে ক্ষয়ে। আচমকা –
তামাশার খেলা। সুঘ্রাণ দেশপ্রেমে।
অনিয়মে রাতারাতি - মালিকের মাতামাতি।
মনুষত্ব হারায় সাম্যের চাবুকে !
রংমহলে ভেংচি কাটে মজুরি নিয়ে।
বিদ্যাপীঠের ঘণ্টা থেমে যায় ! সমাজের রীতি
ঘন বসতি রাস্তার পাশে – প্রণয় মিলন।
বিবেকের লালসা আর শোষণের আস্ফলোন !
চিৎকার ক্ষুধাতুর অনাহারের মুখ।
বিত্তের বিষক্ত কামড় , প্রকৃতির অমোঘ নিয়ম।
ছলনায় স্বার্থ্ । নিমগ্ন বন্দির জীবন সংগ্রাম
বন্দির বেড়াজালে অবাধ্য মেয়ের সদ্য প্রতিবাদ।
রাতের আঁধার ঠেলে ভোরের আলো দৃশ্যের আড়ালে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৮/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast