কোরবানি
কোরবানি
- এম. মাহবুব মুকুল
======================================================
হে প্রভু! আমাদের এই মহামারি থেকে রক্ষা করো। সবার জীবনে ব’য়ে দাও অনাবিল আনন্দ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
=======================================================
মানবতাবোধ জাগিয়ে তুলে,
প্রভুর নামে দাও কোরবানি;
গরু ছাগল দুম্বা উট ত্যাগের
মহিমা যে এ কোরবানি।
রক্ত গোস্ত কিছুই চায় না, চায়
দেখতে তোমার অন্তরখানি,
ধনী-গরিবের ভেদাভেদ ভুলে,
খবর নেও প্রতিবেশীর একটুখানি।
লাভ-লস হিসাব করো এ
কেমন তোমার কোরবানি!
ফিরিজ ভর্তির লোভে পশু
জবাই এতো শুধু ফুঁটানি।
পাপ-পঙ্কিলতা দূর করো, দূর করো
মনের আত্নঅহংকার গ্লানি!
বিবেক পরিষ্কার করে লোভ
লালসা হিংসাকে করো কোরবানি।
ত্যাগের মহিমায় প্রভুর সন্তষ্টিতে
যদি করতে পারো কোরবানি,
মানব সংসারে প্রভুর দরবারে
তুমি পাবে সেথা শ্রেষ্ঠ সম্মানী।
- এম. মাহবুব মুকুল
======================================================
হে প্রভু! আমাদের এই মহামারি থেকে রক্ষা করো। সবার জীবনে ব’য়ে দাও অনাবিল আনন্দ। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
=======================================================
মানবতাবোধ জাগিয়ে তুলে,
প্রভুর নামে দাও কোরবানি;
গরু ছাগল দুম্বা উট ত্যাগের
মহিমা যে এ কোরবানি।
রক্ত গোস্ত কিছুই চায় না, চায়
দেখতে তোমার অন্তরখানি,
ধনী-গরিবের ভেদাভেদ ভুলে,
খবর নেও প্রতিবেশীর একটুখানি।
লাভ-লস হিসাব করো এ
কেমন তোমার কোরবানি!
ফিরিজ ভর্তির লোভে পশু
জবাই এতো শুধু ফুঁটানি।
পাপ-পঙ্কিলতা দূর করো, দূর করো
মনের আত্নঅহংকার গ্লানি!
বিবেক পরিষ্কার করে লোভ
লালসা হিংসাকে করো কোরবানি।
ত্যাগের মহিমায় প্রভুর সন্তষ্টিতে
যদি করতে পারো কোরবানি,
মানব সংসারে প্রভুর দরবারে
তুমি পাবে সেথা শ্রেষ্ঠ সম্মানী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ০১/০৮/২০২০সুন্দর ।
-
কুমারেশ সরদার ০১/০৮/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৮/২০২০best
-
আব্দুর রহমান আনসারী ০১/০৮/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।