www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যৌবনের বন্ধু

যৌবনের বন্ধু
- এম. মাহবুব মুকুল

যৌবনের বন্ধু, সময়ের বন্ধু, এখন যৌবন তোমার
সময় এসেছে! জীবন গড়ার সঠিক সময় তোমার।
সময়ের কাজ সময়ে করো। করো না কখনো হেলা,
যখন বুঝবে তুমি, ফুরাবে সময়, শেষ হবে বেলা।
আগে থেকে বুঝলে তুমি, সফল হবেই তুমি,
জগত সংসারে পাবে তুমি ধন্য, হবে নামি দামি।
এখন যৌবনে তুমি। সঠিক সময় এখনই তোমার!
অবহেলায়, পড়ালেখা থেকে মন উঠায়ো না আর।
যে যাই বলুক, তোমরা যৌবনের বন্ধু বোন-ভাই,
ওদের কাজ শেষ হলে! তুমি পাবে না কোথাও ঠাঁই।
এখন যৌবনে তুমি, জীবন গড়ার সঠিক সময় তোমার!
মনকে স্থির করো, পড়ার টেবিলে যাও, পড়ো আবার।
নিজেকে যোগ্য করো, পাঠে মন দাও, পড়ো বারবার।
আপন যোগ্যতায় বিশ্বের মাঝে জ্ঞানে-বিজ্ঞানে নামি হও,
তারপর শিক্ষাঙ্গন আর সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি হটাও।
দিনের কাজ দিনে করো, রেখো না কাজ ফেলে,
সময়কে নষ্ট করো না হাসি-ঠাট্টার ছলে, অবহেলে।
শৈশব কৈশর পেরিয়ে এখন তুমি যৌবনে দাঁড়িয়ে,
ভাবছ ! ঢের সময় আছে। দৈহিক বলে যাব ছাড়িয়ে!
আমার যৌবনের বন্ধু, জীবন গড়ার সঠিক সময় এখন!
জ্ঞান-বিজ্ঞান চর্চায় নিজেকে নিয়োজিত রাখো সর্বক্ষণ।
হাসি-ঠাট্টা, ফেসবুকে অসভ্য আর বাজে চিন্তার ছলে,
কখনো জড়ায়ো না অসৎ সঙ্গ আর নেতৃত্বের কূট-কৌশলে।
তুমি কৈশর পেরিয়ে সবে মাত্র যৌবনে করেছো পদার্পণ,
জীবন খাতায়, স্মৃতির পাতায় করো জ্ঞান অঙ্কন।
যে যেরূপ গড়বে জীবনের এ উর্বর যৌবনে,
তদ্রুপ ফল পাবে কর্মক্ষেত্রে তথা প্রৌঢ় জীবনে।
এখন যৌবনে তুমি, জীবন গড়ার সঠিক সময় তোমার,
বাঁধা বিঘ্ন ডিঙ্গিয়ে মেধা মননে এগিয়ে যাও বার বার।
খুন, জখম, হত্যা, রাহজানি, দুর্নীতি আর সন্ত্রাসে
জীবন শেষ, যৌবন বরবাদ পড়লে ওর গ্রাসে।
যৌবনের বন্ধু, পড়ালেখা আর দেশপ্রেম যৌবনে,
এ গুরু দায়িত্ব রয়েছে তোমার সম্মুখ পানে।
যখন ফুরাবে যৌবন, কমবে দৈহিক শক্তি, হাটুর বল!
কেউ চাবে না তোমাপানে, যদি যৌযনের ভিত্তি হয় দূর্বল।
সময় আছে, আগে থেকে ভাবো, কাটাও না অবহেলে,
সময়ের কাজ রেখো না আগামীদিনের জন্য ফেলে।
যৌবন জীবনের ভিত্তি, কাণ্ড স্বরূপ
উপযুক্ত গড়লে সে হয় অপরূপ।
যৌবন জীবনের মূল চাবিকাঠি,
জ্ঞান-বিজ্ঞানে ব্রেনকে রাখতে হবে খাঁটি।
যৌবনের বন্ধু! সময়ের বন্ধু!! সঠিক সময় এখন,
মানব জাতির কল্যাণে জ্ঞান চর্চা করো সর্বক্ষণ।
লেখাপড়া, খেলাধুলা জ্ঞান অর্জনই যৌবনের কাজ,
দৈহিক বলে হবে না কিছু! ডিজিটাল যুগ যে আজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast