বর্ষা
বর্ষা
- এম. মাহবুব মুকুল
গ্রীষ্মের খরতাপে ধরণী কাঁপে কাঁপে
বিদগ্ধ মানুষের মন,
অসহ্য গরমে ছটফট ধুলোয় সাগর পথঘাট
আকাশে মেঘের গর্জন।
দেখতে দেখতে বর্ষা গ্রীষ্ম হলো সারা
জীব জগত লাভিল নবজীবন,
আকাশে মেঘ জলভরা ধরায় ঝরবে জলধারা
শস্য ক্ষেতে কৃষকের মন।
বিধাতার আর্শিবাদ ধরাতলে প্রচুর বারিপাত
শীতল স্নিগ্ধ সবুজ করে,
আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন মুহুমুহু মেঘ গর্জন
বর্ষা অপূর্ব শ্রী ধারণ করে।
বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন, ঝলকে দোলে মন
বাজ পড়ে মরে মানুষ জন,
গ্রীষ্মে নদ নদী পুকুর শূন্য, বর্ষায় কানায় কানায় পূর্ণ
নয়নাভিরাম শ্যাম শোভা বন।
ভেদক গর্তের ভিতর আনন্দে কীর্তন কলরব
মেঘের উৎফুল্ল ময়ূর পুচ্ছ,
আনন্দে করে নিত্য বসুন্ধারা সজীবতা প্রাপ্ত
বিরামহীন বর্ষণে পথ পিচ্ছ।
পল্লী প্রকৃতি সর্বত্র সবুজ সমারোহে বৈচিত্র্য
উপভোগ্য অপূর্ব শোভায়,
বর্ষায় স্ফীত জলাধার, বন্যাজলে চৌদিক একাকার
পলিতে জমির উর্বরতা বাড়ায়।
কৃষি প্রধান দেশ বর্ষা ঋতুতে প্রবেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা,
বিচিত্র রঙের ফুল কল কল নদীর দু’কূল
রসনা তৃপ্তিতে আনারস কলা।
কুসুমে কীট আছে চন্দ্রে কলঙ্ক আছে
সীমাহীন দুঃখ কষ্ট বর্ষায়,
মুসলধারায় বারিপাতে অবর্ণনীয় কষ্ট তার সাথে
যাতায়াতে বিঘ্ন ঘটায়।
মুক্ত বায়ু করে খেলা নদীর জল ঘোলা
দূষিত পানি করে পান
ব্যাপক পানি বাহিত রোগে জর্জরিত কষ্ট শোকে
নষ্ট অমূল্য প্রাণ।
মশা আর মাছি সাপের উপদ্রব বেশী
আশ্রয়নেয় লোকালয়ে,
সাপের কামড়ে মরে ডেঙ্গু ম্যলেরিয়া জ্বরে
বর্ষায় দিন কাটে ভয়ে ভয়ে।
- এম. মাহবুব মুকুল
গ্রীষ্মের খরতাপে ধরণী কাঁপে কাঁপে
বিদগ্ধ মানুষের মন,
অসহ্য গরমে ছটফট ধুলোয় সাগর পথঘাট
আকাশে মেঘের গর্জন।
দেখতে দেখতে বর্ষা গ্রীষ্ম হলো সারা
জীব জগত লাভিল নবজীবন,
আকাশে মেঘ জলভরা ধরায় ঝরবে জলধারা
শস্য ক্ষেতে কৃষকের মন।
বিধাতার আর্শিবাদ ধরাতলে প্রচুর বারিপাত
শীতল স্নিগ্ধ সবুজ করে,
আকাশ প্রায়ই মেঘাচ্ছন্ন মুহুমুহু মেঘ গর্জন
বর্ষা অপূর্ব শ্রী ধারণ করে।
বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন, ঝলকে দোলে মন
বাজ পড়ে মরে মানুষ জন,
গ্রীষ্মে নদ নদী পুকুর শূন্য, বর্ষায় কানায় কানায় পূর্ণ
নয়নাভিরাম শ্যাম শোভা বন।
ভেদক গর্তের ভিতর আনন্দে কীর্তন কলরব
মেঘের উৎফুল্ল ময়ূর পুচ্ছ,
আনন্দে করে নিত্য বসুন্ধারা সজীবতা প্রাপ্ত
বিরামহীন বর্ষণে পথ পিচ্ছ।
পল্লী প্রকৃতি সর্বত্র সবুজ সমারোহে বৈচিত্র্য
উপভোগ্য অপূর্ব শোভায়,
বর্ষায় স্ফীত জলাধার, বন্যাজলে চৌদিক একাকার
পলিতে জমির উর্বরতা বাড়ায়।
কৃষি প্রধান দেশ বর্ষা ঋতুতে প্রবেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা,
বিচিত্র রঙের ফুল কল কল নদীর দু’কূল
রসনা তৃপ্তিতে আনারস কলা।
কুসুমে কীট আছে চন্দ্রে কলঙ্ক আছে
সীমাহীন দুঃখ কষ্ট বর্ষায়,
মুসলধারায় বারিপাতে অবর্ণনীয় কষ্ট তার সাথে
যাতায়াতে বিঘ্ন ঘটায়।
মুক্ত বায়ু করে খেলা নদীর জল ঘোলা
দূষিত পানি করে পান
ব্যাপক পানি বাহিত রোগে জর্জরিত কষ্ট শোকে
নষ্ট অমূল্য প্রাণ।
মশা আর মাছি সাপের উপদ্রব বেশী
আশ্রয়নেয় লোকালয়ে,
সাপের কামড়ে মরে ডেঙ্গু ম্যলেরিয়া জ্বরে
বর্ষায় দিন কাটে ভয়ে ভয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সভ্যচাষী সপ্তম ১৪/০৭/২০২০
-
ওমর ফারুক ১৪/০৭/২০২০চমৎকার লেখনী।
-
Md. Rayhan Kazi ১৪/০৭/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ১৪/০৭/২০২০অসামান্য প্রকৃতির কবিতা।
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২০অসাধারণ ও চমৎকার ভাবব্যঞ্জণা I
নন্দনিক লেখা -
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১৩/০৭/২০২০Nice written.
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/০৭/২০২০খুবই সুন্দর।
-
Md. Jahangir Hossain ১৩/০৭/২০২০ভাল.
বর্ষা রুপায়ন