www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাঙালি

বাঙালি
- এম. মাহবুব মুকুল
হবে হবে জয় নয় পরাজয়
জাতিতে জাতিতে ভেদাভেদ
বাঙালি জনগণ বৃথা কেন ক্রন্দন
কাউকে করো না উচ্ছেদ।
তবু তবু জয়গান মানবতার অবদান
সম্মুখে এগিয়ে
অতীদের কথা বাদে ভবিষ্যৎ মতে
বর্তমানকে জাগিয়ে।
চলতে হবে সম্মুখে পশ্চাতকে রুখে
নিজের যোগ্যতা বুঝে,
বাঙালি জাতি কেন এতো মিনতি!
যোগ্য হও আজ কাজে।
কঠোর শ্রম দিয়ে দাঁড়াবার স্থান নিয়ে
দাঁড়াতে হবে ধরণীর বুকে,
কষ্ট না করলে কেষ্ট কিভাবে মিলবে
যোগ্য না হলে, মরবে ধুকে ধুকে।
হিংসা-ঈর্ষা ভুলে এগুতে হবে সকলে মিলে
তবেই হবো জাতিতে মহান,
অতিরিক্ত হাসি-ঠাট্টা করো না ব্যবহার কাঠ খোট্টা
আত্নীয় প্রতিবেশীদের করবে সম্মান।
তবেই হবে বাঙালির জয় কোথাও র’বে না ভয়
ধরণীতে বাঙালির জয়
শুনতে হবে অন্যের কথা যতই লাগুক ব্যথা
খুঁজতে হবে নিজের আশ্রয়।
শ্রম ব্যতীত কিছু নাই যতই বলুক সে ভাই
মানব প্রেম, শ্রমই জীবন
তোষামোদ করো না তোষামোদী হয়ো না
তবেই হবে সুনাম অর্জন।
যতই হোক সে ভূস্বামী কাজ কর্ম করলে তুমি
ধরণীর বুকে জয়ী হবে তুমি
বাঙালি শিক্ষায় পিছিয়ে আজ বিশ্বে সবার নিচে
জ্ঞান-বিজ্ঞানে হতে হবে অগ্রগামী।
শিক্ষা-দীক্ষায় যারা ধন্য বিশ্বে তারা অনন্য
জাতিতে তারা গর্বিত মহান,
মানবতার জয়গান মুক্তিযুদ্ধ বাঙালির অবদান
বাঙালির প্রতি আহবান।
এক হও বাঙালি, একতা জাতি গঠনে সততা
লাল-সবুজের পতাকার নিচে
কাজ করো একসাথে আত্নঅহংকার ভুলে
তবেই আমাদের পতাকা থাকবে উঁচুতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast