বিবর্ণ শহর
বিবর্ণ শহর
- এম. মাহবুব মুকুল
বিবর্ণ শহরে আজ সাজসাজ রব
যেন কৈশর পেরিয়ে যৌবনে পদার্পন,
ঝড়ো হাওয়ায় দোলে
শতাব্দীর বুড়ো বট গাছ
ফিরে পেয়েছে যৌবনের তাপ
মুক্ত অর্থ নীতিতে বাড়ছে চাপ।
প্রগতিশীল শিল্পকলা একাড়েমিতে
আগুনের ফুলকি
জীবন্ত ইতিহাস।
বিবর্ণ শহরে আজ তারুণ্যের তেজ
বিবর্ণ গ্রামগুলো ব্যথিত হৃদয়,
চলমান ধর্মীয় শোক গাঁথায়।
নীল নয়নের মায়ামমতায়
বাস্তব আর স্বপ্নের সক্রিয়তায়,
সেঁজেছে বিবর্ণ শহর।
বিবর্ণ শহরে আজ তারুণ্যের তাপ,
অন্তিম ক্ষণে চলে মুক্ত আলোচণা,
অমরত্নে শ্রান্ত ভ্রান্ত ধারণা।
- এম. মাহবুব মুকুল
বিবর্ণ শহরে আজ সাজসাজ রব
যেন কৈশর পেরিয়ে যৌবনে পদার্পন,
ঝড়ো হাওয়ায় দোলে
শতাব্দীর বুড়ো বট গাছ
ফিরে পেয়েছে যৌবনের তাপ
মুক্ত অর্থ নীতিতে বাড়ছে চাপ।
প্রগতিশীল শিল্পকলা একাড়েমিতে
আগুনের ফুলকি
জীবন্ত ইতিহাস।
বিবর্ণ শহরে আজ তারুণ্যের তেজ
বিবর্ণ গ্রামগুলো ব্যথিত হৃদয়,
চলমান ধর্মীয় শোক গাঁথায়।
নীল নয়নের মায়ামমতায়
বাস্তব আর স্বপ্নের সক্রিয়তায়,
সেঁজেছে বিবর্ণ শহর।
বিবর্ণ শহরে আজ তারুণ্যের তাপ,
অন্তিম ক্ষণে চলে মুক্ত আলোচণা,
অমরত্নে শ্রান্ত ভ্রান্ত ধারণা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।