অনাকাঙ্ক্ষিত বিদায়
আজি রাত্রি শেষে কি করুণ বেশে, দিতে হবে বিদায়।
ভেবে দিশেহারা হৃদয়ের স্পন্দন ছাড়া, কেমনে বাঁচা যায়।।
শুধু অপেক্ষা রাত্রি প্রহরের, তারপর আর কিছু দেরী নয়।
যেতে হবে আমাকে, সব মায়া পিছু ফেলে কেমনে মানুষ রয়।
কি সুখ কি যাতনা একসাথে আর হবেনা, এখন পৃথিবী আলাদা দুজনায়।
হোক আলো কিংবা আধার, পাবোনা খুজে আর কোথাও তোমায়।
অভিমানে কেউ আর দেবে না আড়ি,থাকবেনা কেউ অপেক্ষায়।
অনাকাঙ্ক্ষিত বিদায়ে, মিলিয়ে যাবে সব নিরবতায়।।
২২/০৯/১৫
ভেবে দিশেহারা হৃদয়ের স্পন্দন ছাড়া, কেমনে বাঁচা যায়।।
শুধু অপেক্ষা রাত্রি প্রহরের, তারপর আর কিছু দেরী নয়।
যেতে হবে আমাকে, সব মায়া পিছু ফেলে কেমনে মানুষ রয়।
কি সুখ কি যাতনা একসাথে আর হবেনা, এখন পৃথিবী আলাদা দুজনায়।
হোক আলো কিংবা আধার, পাবোনা খুজে আর কোথাও তোমায়।
অভিমানে কেউ আর দেবে না আড়ি,থাকবেনা কেউ অপেক্ষায়।
অনাকাঙ্ক্ষিত বিদায়ে, মিলিয়ে যাবে সব নিরবতায়।।
২২/০৯/১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ২৬/১০/২০১৫অনেক ভালো লিখেছেন, আরও ভালো করতে হবে।
-
দেবব্রত সান্যাল ২৬/১০/২০১৫আরও ভালো লিখবেন এই আশায়।