মানুষ মন বিবেক ও ভালোবাসা
মানুষের মন...
হ্যা এই পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য যা।
মানুষ নিজেও তার মনকে সবসময় বুঝে ওঠতে পারেনা। মন কখন যে কি চেয়ে বসে তার কোন ঠিক নেই। অনেক সময় ই এমন কিছু পেতে চায় যা মারাত্মক অন্যায়। আর তখন যারা মনকে শোনে তারা হয়ে ওঠে অপরাধী। যারা বিবেক দিয়ে মনকে নিয়ন্ত্রন করতে পারে তারাই সমাজে সাধু হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তবে মনের এত এত অন্যায় চাওয়া গুলো কে সবসময় এড়িয়ে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু আবদার টিকে যায়।
যারা অসংযমী তারা মনের দ্বারাই চালিত হয় আর যারা সংযমী তারা চালিত হয় বিবেক দ্বারা।
আমাদের মন সত্যিই বিস্ময়কর!! যেখানে নিজের মনকে বুঝে উঠাই কঠিন হয়ে দাড়ায়, সেখানে অন্যের মন বুঝে ওঠা!!!
.
.
.
হ্যা অন্নেক ভালোবাসা থাকলেই, ভালোবাসার গভীরতা পাহার সম হলেই কেবল তা সম্ভব।
হ্যা এই পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য যা।
মানুষ নিজেও তার মনকে সবসময় বুঝে ওঠতে পারেনা। মন কখন যে কি চেয়ে বসে তার কোন ঠিক নেই। অনেক সময় ই এমন কিছু পেতে চায় যা মারাত্মক অন্যায়। আর তখন যারা মনকে শোনে তারা হয়ে ওঠে অপরাধী। যারা বিবেক দিয়ে মনকে নিয়ন্ত্রন করতে পারে তারাই সমাজে সাধু হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তবে মনের এত এত অন্যায় চাওয়া গুলো কে সবসময় এড়িয়ে যাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিছু কিছু আবদার টিকে যায়।
যারা অসংযমী তারা মনের দ্বারাই চালিত হয় আর যারা সংযমী তারা চালিত হয় বিবেক দ্বারা।
আমাদের মন সত্যিই বিস্ময়কর!! যেখানে নিজের মনকে বুঝে উঠাই কঠিন হয়ে দাড়ায়, সেখানে অন্যের মন বুঝে ওঠা!!!
.
.
.
হ্যা অন্নেক ভালোবাসা থাকলেই, ভালোবাসার গভীরতা পাহার সম হলেই কেবল তা সম্ভব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২৪/১১/২০১৫darun
-
এস, এম, আরশাদ ইমাম ১২/১১/২০১৫সঠিক। মন ....ভুলিয়ে ভালিয়ে বোঝানো যায়, টেকানো দায়।
-
মোবারক হোসেন ৩০/১০/২০১৫ভাল লাগলো পড়ে।ধন্যবাদ লেখককে।
-
দেবব্রত সান্যাল ২৬/১০/২০১৫পাঠক মন্তব্য করুন।